কৃষক আন্দোলনের জেরে কয়েকদিন ধরে উত্তপ্ত পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত। ইতিমধ্যেই পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এই আবহে ‘দিল্লি চলো’ কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করল সীমান্তে আন্দোলনরত কৃষকেরা। শুক্রবার রাতে একথা ঘোষণা করেন করেন কৃষক নেতা সরবন সিংহ পান্ধের। তবে আন্দোলন স্থগিত রাখলেও সীমানার জমি ছাড়ছেন না আন্দোলনকারীরা। সীমান্তে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিংহ পান্ধের। সেখানে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলার সময় বলেন, ‘‘২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।’’
এছাড়াও, রবিবার কৃষকরা মোমবাতি মিছিল করবেন বলেও জানা গেছে। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।
গত বুধবার কৃষকেরা নতুন করে ‘দিল্লি চলো’ অভিযান শুরু করে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত পেরোনোর চেষ্টা করেন। সেই সময় কৃষকদের আটকাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই গ্যাসে অসুস্থ হয়ে নিহত হন ২৪ বছর বয়সী তরুণ কৃষক শুভ করণ সিং। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ কর্মীরাও।
শুভ করণের মৃত্যুতে তাঁর পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য এবং তাঁর বোনকে সরকারী চাকরী দেওয়ার প্রতিশ্রুতি দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে নিহত কৃষকের পরিবার। তাঁদের দাবি, ‘‘আমাদের সন্তানের জন্য ন্যায়বিচার চাইছি। এটা টাকা বা চাকরির সমতুল্য হতে পারে না।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন