Farmers Protest: কৃষকদের বিক্ষোভ 'দালালদের আন্দোলন' - কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক ঝড়

সম্প্রতি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দলজে কৃষকদের আন্দোলনকে ‘দালালদের আন্দোলন’ বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলজে
কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলজেফাইল ছবি সংগৃহীত
Published on

সম্প্রতি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দলজে কৃষকদের আন্দোলনকে ‘দালালদের আন্দোলন’ বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

গত প্রায় ন’মাস ধরে দিল্লির একাধিক সীমান্ত অঞ্চলে তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে পাঁচশোটির বেশি কৃষক সংগঠন।

কেন্দ্রীয় মন্ত্রী কারন্দলাজে বিক্ষোভকারীদের 'দালাল' এবং 'মধ্যস্বত্বভোগী' বলে অভিহিত করেন। "আমরা প্রকৃত কৃষকদের বোঝাতে পারি, কিন্তু নকল কৃষকদের নয়" বলেও তিনি মন্তব্য করেন।

প্রাক্তন মন্ত্রী এবং জেডি (এস) নেতা সা রা মহেশ বুধবার শোভা করন্দলজের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তার বক্তব্য ফিরিয়ে নিতে এবং ক্ষমা চাইতে বলেন। তিনি আরও বলেন, কৃষি সংক্রান্ত নতুন আইন যদি কৃষকদের স্বার্থে হয়, তাহলে সেই বক্তব্য আন্দোলনকারী কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে এবং তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, আন্দোলনকারী কৃষকদের কখনোই ‘দালাল’ বলে অভিহিত করা গ্রহণযোগ্য নয়।

রাজ্য কৃষক সংগঠন ফেডারেশনের সভাপতি কুরুবুরু শান্তকুমার বলেন, সস্তা প্রচারের জন্য শোভা করন্দলজে এই বিবৃতি দিয়েছেন। তাঁর মতে, "তিনি কৃষকদের সম্পর্কে খুব হালকাভাবে মন্তব্য করেছেন।"

শোভা করন্দলজের এই মন্তব্যের প্রতিবাদে কর্ণাটক আখ উৎপাদনকারী সংস্থার সদস্যরাও বিক্ষোভ দেখান এবং আন্দোলনরত কৃষকদের বিষয়ে কেন মন্ত্রী এই ধরণের মন্তব্য করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলজে বলেছিলেন, সরকার আন্দোলনকারী কৃষকদের সাথে ১১ দফা বৈঠক করেছে এবং প্রধানমন্ত্রী এই নতুন আইনের মাধ্যমে কৃষকদের সব বাধা দূর করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকার আরও আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু, নয়াদিল্লির আন্দোলন দালাল, মধ্যস্বত্বভোগী দ্বারা পরিচালিত। যারা স্বার্থান্বেষী স্বার্থের দ্বারা পরিচালিত হয় যারা কেন্দ্রীয় সরকারের বদনাম চায়।

তিনি আরও বলেন যে, করোনা সংকটের কারণে, শহর থেকে যুবকরা গ্রামীণ অঞ্চলে ফিরে যাচ্ছে কৃষিকাজের জন্য।

আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে মন্তব্য করে শোভা কারান্দলজে বলেন যে, সমাজে যদি অশুভ শক্তিকে লালন পালন করা হয় এবং সুরক্ষা দেওয়া হয় তার পরিণতি কী হয় তা বোঝার জন্য আফগানিস্তান আমাদের জন্য সর্বোত্তম উদাহরণ।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in