Farmers Protest: ৬ সপ্তাহ পরেও তৈরি হয়নি MSP কমিটি, সিঙ্ঘু সীমান্তে ফের বৈঠকে SKM

শনিবার সকাল ১১টায় সিঙ্ঘু সীমান্তে পর্যালোচনা বৈঠকে বসছে সংযুক্ত কিষাণ মোর্চা। কীভাবে মোর্চার আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই এদিনের বৈঠক বলে জানিয়েছেন এসকেএম-এর এক মুখপাত্র।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

শনিবার সকাল ১১টায় সিঙ্ঘু সীমান্তে পর্যালোচনা বৈঠকে বসছে সংযুক্ত কিষাণ মোর্চা। আগামী দিনে কীভাবে মোর্চার আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই এদিনের বৈঠক বলে জানিয়েছেন এসকেএম-এর এক মুখপাত্র। মোর্চার অভিযোগ, ৩ কৃষি আইন বাতিলের পর ৬ সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে ন্যূনতম সহায়ক মূল্যের কমিটি তৈরির বিষয়ে কিছুই জানানো হয়নি।

৪০টির বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা গত ৯ ডিসেম্বর ২০২১ তারিখে কেন্দ্রীয় সরকারের লিখিত প্রতিশ্রুতির পর তাদের আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নেয়। এর আগে দীর্ঘ ১ বছর ধরে সংগঠন আন্দোলন চালিয়েছিলো। দীর্ঘ এই আন্দোলন চলাকালীন প্রায় ৭০২ জন কৃষক শহিদ হয়েছেন বলেও এর আগে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই সপ্তাহ আগে মোর্চা সদস্য ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত আইএএনএসকে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত কমিটিতে কারা কারা থাকবেন সেই বিষয়ে কোনো ঘোষণা করেনি। এছাড়াও আন্দোলনরত কৃষকদের ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়েও এখনও কিছু জানানো হয়নি।

তিন কৃষি আইন বাতিলের পর ভবিষ্যতে কৃষক আন্দোলন কোন পথে এগোবে? সেই প্রসঙ্গে এআইকেএস নেতা হান্নান মোল্লা জানিয়েছিলেন – “আমাদের আন্দোলন শেষ হয়েছে এই ভাবনা সঠিক নয়। কারণ কৃষকদের আন্দোলন দুটি দাবিতে শুরু হয়েছিল- তিনটি খামার আইন প্রত্যাহার এবং এমএসপি গ্যারান্টির জন্য একটি নতুন আইন আনা। আমাদের দাবিগুলি অর্ধেক পূরণ হয়েছে। এখন কী হবে? তা আলোচনার মাধ্যমে রূপ নির্ধারণ করা হবে।”

ছবি প্রতীকী
Farm Laws Repealed: তিন কৃষি আইন বাতিলের দাবীতে ঐতিহাসিক কৃষক আন্দোলন - এক নজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in