Farmers Protest: তিন কৃষি আইন বাতিলের দাবীতে কৃষক আন্দোলন - শহিদদের স্মরণে পাঞ্জাবে স্মৃতিসৌধ
পাঞ্জাবের পিডব্লিউডি মন্ত্রী বিজয় ইন্দর সিংলা বুধবার রাজ্যের সাংরুর শহরে কৃষকদের স্মৃতিসৌধ 'ইয়াদগার-ই-শহীদান' উদ্বোধন করলেন। এই স্মারকটিতে সমস্ত কৃষক এবং ক্ষেতমজুরদের নাম রয়েছে এবং লেখা আছে যারা "তিন কালো কৃষি আইনের বিরুদ্ধে দেশের রাজধানীতে বছরব্যাপী প্রতিবাদের সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন"।
এদিন মন্ত্রী সিংলা বলেন, নবম শিখ গুরু, তেগ বাহাদুর, মানবতার স্বার্থে তাঁর জীবন উৎসর্গ করেছেন এবং শিখ গুরুদের প্রচার অনুসরণ করে কৃষকরাও "কৃষক বিরোধী" নীতির বিরুদ্ধে তাঁদের জীবন উৎসর্গ করেছেন।
স্মৃতিসৌধ উদ্বোধনের সময় সিঙ্গলা বলেন, পাঞ্জাবের প্রতিটি অংশ তাদের জাতি, ধর্ম বা পেশা নির্বিশেষে কৃষকদের এই প্রতিবাদে অবদান রেখেছেন। আমাদের পাঞ্জাবে শহীদ উদযাপনের একটি ইতিহাস রয়েছে। এই স্মৃতিসৌধটি সেইসব সাহসী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা যারা মহৎ উদ্দেশ্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেন, তিনি একজন পাঞ্জাবি হওয়ার জন্য গর্বিত। এমন একটি সম্প্রদায় যা কৃষক এবং খামার শ্রমিকদের সংগঠিত করতে এবং কেন্দ্রীয় সরকারকে তিনটি 'কালো' কৃষি আইন বাতিল করতে বাধ্য করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। অন্যথায় যা প্রয়োগ করা হলে কৃষিক্ষেত্র ধ্বংস হয়ে যেত।
"এই ঐতিহাসিক প্রতিবাদে ৭০০ জনেরও বেশি মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। মহৎ উদ্দেশ্যের এই আন্দোলনকে এবং কৃষক ইউনিয়নগুলিকে অসম্মান করার কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যে আন্দোলন এক বছর ধরে চালিয়ে গেছেন সাহসী কৃষকরা।"
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন