Farmers Protest: কৃষক আন্দোলনে মৃত ৭০২ কৃষকের নামের তালিকা সরকারকে পাঠালো সংযুক্ত কিষাণ মোর্চা

শনিবার সরকারের কাছে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র পক্ষ থেকে ৭০২ জন কৃষকের একটি তালিকা পাঠানো হয়েছে। গত একবছর ধরে কৃষি আইন বিরোধী কৃষক আন্দোলন চলাকালীন তাঁদের "মৃত্যু" হয়েছে বলে জানিয়েছে এসকেএম।
তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন
তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনছবি প্রতীকী সংগৃহীত
Published on

শনিবার সরকারের কাছে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র পক্ষ থেকে ৭০২ জন কৃষকের একটি তালিকা পাঠানো হয়েছে। গত একবছর ধরে কৃষি আইন বিরোধী কৃষক আন্দোলন চলাকালীন তাঁদের "মৃত্যু" হয়েছে বলে জানিয়েছে এসকেএম।

কৃষক নেতা কিষাণ পাল আইএএনএসকে জানিয়েছেন: "আন্দোলনের সময় শহীদ ৭০২ জন কৃষকের একটি তালিকা আমরা সরকারের কাছে পাঠিয়েছি।"

সম্প্রতি লোকসভায় এক প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্দোলনের সময় মারা যাওয়া কৃষকদের কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে আছে কিনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবে কিনা?

এই প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের কাছে আন্দোলনের কারণে কোনো কৃষকের মৃত্যু সম্পর্কিত কোনো রেকর্ড নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না।

ইতিমধ্যেই তিন কৃষি আইন বাতিলের পর আন্দোলনের আগামী কর্মসূচী নিয়ে আলোচনা করতে কৃষকরা সিঙ্ঘু সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। তারা তাদের বিরুদ্ধে নথিভুক্ত মামলা প্রত্যাহার, এমএসপি আইন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করছে।

এর আগে শুক্রবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন: "সরকার বলছে যে কৃষকদের মৃত্যু সম্পর্কিত কোনও রেকর্ড নেই। আমাদের কাছে ৫০৩ জন কৃষকের তথ্য রয়েছে। সরকার চাইলে আমাদের কাছ থেকে তালিকা নিতে পারে। পাঞ্জাব সরকার ক্ষতিপূরণ দিয়েছে। ৪০৩ পরিবার এবং ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরি দেওয়া হয়েছে।

- with Agency Inputs

তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন
Farmers Protest: মৃত কৃষকদের কোনো তথ্য নেই, তাই ক্ষতিপূরণের প্রশ্নই নেই - কৃষিমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in