Farmers Protest: দেশজুড়ে আবার আন্দোলনে নামতে চলেছে সংযুক্ত কৃষক মোর্চা

মোর্চার বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিল কৃষকদের। অথচ সেই ঘটনায় জামিন পেয়ে গেল অভিযুক্ত। আগামী ২১ মার্চ কৃষক হত্যায় দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হবে।
ফাইল চিত্র
ফাইল চিত্রছবি - সংগৃহীত
Published on

ফের দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। আগামী ১১-১৭ এপ্রিল এমএসপির আইনি নিশ্চয়তা সপ্তাহ পালন করা হবে। সোমবার সংযুক্ত কিষান মোর্চা এমনটাই জানিয়েছে। তার আগে আগামী ২১ মার্চ লখিমপুর খেরির কৃষক হত্যাকাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভে শামিল হবেন তারা। ২৮-২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বনধে অংশ নেবে মোর্চা।

দিল্লির গান্ধী পিস ফাউন্ডেশনে সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজ্যের কৃষক নেতারা। বিবৃতি জারি করে বলা হয়েছে, গত বছরের ৯ ডিসেম্বর কেন্দ্র লিখিত আশ্বাস দিয়ে চিঠি দিয়েছিল। ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার পদক্ষেপ করেনি। এমনকী, কোনও কমিটিও গড়া হয়নি।

গত বছরের ১৯ নভেম্বর তীব্র আন্দোলনের চাপে পড়ে তিন কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। কিন্তু সংসদে আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য আইনের দাবিতে কৃষকরা আন্দোলন চালিয়ে যান। এরপর কমিটি করার আশ্বাস দিয়ে কেন্দ্র ৯ ডিসেম্বর চিঠি পাঠালে আন্দোলন তুলে নেন কৃষকরা।

এমএসপির আইনি নিশ্চয়তা সাপ্তাহে এসকেএমের সব সংগঠন ধরনা, বিক্ষোভের পাশাপাশি আলোচনা সভা সংগঠিত করবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ন্যূনতম সহায়ক মূল্য হবে প্রকৃত খরচের দেড় গুণ। কৃষকদের থেকে এই দামে ফসল কিনতে হবে। তার জন্য তৈরি করাতে হবে আইন।

লখিমপুর খেরির কৃষক হত্যা প্রসঙ্গে মোর্চার বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিল কৃষকদের। অথচ সেই ঘটনায় জামিন পেয়ে গেল অভিযুক্ত। আগামী ২১ মার্চ কৃষক হত্যায় দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হবে। অভিযোগ, কৃষক আন্দোলনের সময় দায়ের করা মামলা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তাও মানা হচ্ছে না।

ফাইল চিত্র
MSP নিয়ে এখনও কোনও কমিটি গঠন করা হয়নি, ক্ষুব্ধ সংযুক্ত কৃষক মোর্চা, সরব কংগ্রেসও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in