কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুন এবং শারীরিক নিগ্রহের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে বিজেপি এবং এনডিএ নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন। অজয় মাকেন জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা ভোটের সময় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া, রবনীত সিং বিট্টু, রঘুরাজ সিং এবং শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বিজেপির এক অনুষ্ঠানে তরবিন্দর সিং মারওয়াকে রীতিমতো অশিষ্ট ভঙ্গিতে বলতে শোনা গিয়েছে, “রাহুল গান্ধী শুধরে যান, নয়তো আগামিদিনে আপনার সেই পরিণতিই হবে যা আপনার ঠাকুমার হয়েছিল।“
অন্যদিকে, অন্য এক অনুষ্ঠানে রাহুল গান্ধীর জিভ কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কওয়াড। তিনি বলেন, “আমি ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে ব্যক্তি রাহুলের জিভ কেটে আনতে পারবে তাঁকে আমি এই টাকা দেব।” আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর ‘সংরক্ষণ’ সংক্রান্ত মন্তব্যের পালটা আক্রমণ শানাতে গিয়েই তিনি এই কথা বলেন বলে অভিযোগ। সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”দেশের জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাহুল।”
বিজেপি নেতা রবনীত সিং বিট্টুর বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধীকে ‘পয়লা নম্বরের জঙ্গি’ বলে তোপ দাগেন। অজয় মাকেনের দাবি, এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন রবনীত। অন্যদিকে, উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিংও ১৬ সেপ্টেম্বর একই ভাবে রাহুলকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন। তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
অজয় মাকেন জানিয়েছেন, নেতারা শুধু মন্তব্যই করেননি, তাঁদের সহযোগীদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মারফত সাধারণ মানুষের মধ্যে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ উসকে দেওয়ার জন্য। বিজেপি এবং এনডিএ নেতারা এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করেছেন। অজয় মাকেন অনুরোধ জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১, ৩৫২, ৩৫৩, ৬১ ধারা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই এফআইআর দায়ের করা হোক।
মাকেনের কথায়, "তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘুদের জন্য সরব রাহুল। তাই বিজেপি-র ওঁর কথা পছন্দ নয়। সেই কারণেই হুমকি দেওয়া হচ্ছে। আমিও বলে রাখছি, আমরা কংগ্রেস। আমাদের এভাবে ভয় দেখানো যাবে না, মাথানত করব না আমরা।''
এই নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''রাহুল গাঁধীকে বিজেপি নেতার হুমকি দেওয়ার খবরে স্তম্ভিত আমি। বলা হয়েছে, ঠাকুমার মতো পরিণতি হবে। শিন্ডে সেনা বিধায়ক আবার জিভের উপর পুরস্কার ঘোষণা করেছেন, আরও নানা রকমের হুমকি। আসলে রাহুলের ব্যক্তিত্বে এবং ওঁর উপর মানুষের যে সমর্থন, তাতে অস্থির হয়ে উঠেছেন অনেকে। তাই এত হুমকি। বিরোধী দলনেতার নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে, অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন