রাম মন্দির উপলক্ষ্যে বিহারে বিজেপির লব-কুশ যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। বিহারের বেগুসরাইয়ে লব-কুশ যাত্রার গাড়িতে একটি যজ্ঞের পাত্র থেকে আগুন ছড়ায় বলে জানা গেছে। যদিও কোনো হতাহতের খবর নেই।
ঘটনাটি ঘটেছে, বেগুসরাইয়ের সহায়ক সিংহল থানার অন্তর্গত হার্শ গার্ডেন এলাকায়। বৃহস্পতিবার রাতে খাগাড়িয়া জেলা থেকে গাড়িটি হার্শ গার্ডেনের দিকে এসেছিল। সেই সময়ই আচমকাই আগুন ধরে যায়।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির চালক ওই গাড়িতেই ঘুমিয়ে ছিলেন। আশে পাশের লোকজন দ্রুত তাঁকে গাড়ির ভিতর থেকে বের করে আনেন। নয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারতো। দ্রুত দমকলে খবর দেন স্থানীয়রা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পুরো গাড়িটিই ভস্মীভূত হয়ে গেছে।
অন্যদিকে, আগুন লাগার ঘটনাটি দুষ্কৃতিদের কাজ বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ গিরিরাজ সিং। পুরো ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিহারে লব-কুশ যাত্রা শুরু করে বিজেপি। এই যাত্রা বিহারের ২২টি জেলাতে এই পদযাত্রা ঘুরবে। লব-কুশ যাত্রার মাধ্যমে মানুষকে রাম মন্দির উদ্বোধনের দিন কী কী করণীয় তা জানানো হচ্ছে। ২২ জানুয়ারি অযোধ্যায় পৌঁছবে এই যাত্রা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন