রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৭.১৫ তে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি, রবিবার শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভার মন্ত্রীপরিষদরাও। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশের রাষ্ট্রনায়করাও।
একনজরে সেই তালিকা –
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে
মালদ্বীপের প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ মুইজ্জু
সেশেলসের ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আফিফ সাহেব
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাথ
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
ইতিমধ্যেই দিল্লির লীলা, তাজ, আইটিসি মৌর্য, ক্লারিজ এবং ওবেরয়ের মতো বড় হোটেলগুলি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কারণ এই হোটেলগুলিতেই উঠবেন বিদেশী রাষ্ট্রপ্রধানরা এবং অন্যান্য অতিথিরা। হোটেল থেকে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার নিরাপদ রুটেরও ব্যবস্থা করে ফেলা হয়েছে ইতিমধ্যেই।
জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তাঁরা সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন। এই সমাবেশ সার্ক সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক সম্পর্ককে আরও শক্তিশালী করে উচ্চ-স্তরের মিথস্ক্রিয়া এবং আলোচনার সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।
রবিবার সন্ধ্যা সওয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনের সামনে শপথ নেবেন মোদী। কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। রাষ্ট্রপতি ভবন এবং আশপাশের অঞ্চলকে ‘নো ফ্লাই জ়োন’ ঘোষণা করা হয়েছে। রবিবার থেকেই দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বায়ুসেনা এবং স্থলসেনার ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর হেলিকপ্টার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন