২০২০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শুক্রবার, এক প্রতিবেদনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.৮৫ বিলিয়ন (৩৮০ কোটি) ডলার কমে $৫২৪.৫২ বিলিয়নে (৫২ হাজার ৪৫২ কোটিতে) নেমে এসেছে।
গত বছরের অক্টোবরে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৬৪ হাজার ৫০০ কোটি ডলার। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত কমছে।
রিজার্ভের পতনের জন্য প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদের (FCA – Foreign Currency Asset) পতনকে দায়ী করা হয়েছে। ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে FCA $৩.৫৯ বিলিয়ন কমে $৩৭.২১ বিলিয়ন হয়েছে। সোনার রিজার্ভও $২৪৭ মিলিয়ন (২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) কমে $৩৭.২১ বিলিয়ন (৩ হাজার ৭২০ কোটি ডলার) হয়েছে।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা (টাকা) যাতে শক্তি না হারায়; তা নিশ্চিত করতে মার্কিন মুদ্রা (ডলার) বিক্রি করছে শীর্ষ ব্যাংক। যে কারণে রিজার্ভ কমছে।
শুধু তাই নয়, আমেরিকায় সুদ বৃদ্ধি এবং ভারতে আমদানি বাড়ায় ডলার শক্তিশালী হচ্ছে। ফলে টাকাকে সহায়তা দিতে শীর্ষ ব্যাংককে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে হচ্ছে। যে কারণে বৈদেশিক মুদ্রা ভান্ডারও কমছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন