জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকালে দিল্লির বিজেপি কার্যালয়ে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে।
লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট মেনে নিতে পারেননি অরবিন্দর সিং লাভলি। দল থেকে ইস্তফা দেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে লেখা নিজের ইস্তফা পত্রে লাভলি জানিয়েছিলেন, আপের বহু নেতা দুর্নীতি মামলায় জেলে। তবুও কংগ্রেস লোকসভা নির্বাচনে আপের সঙ্গেই জোট করেছে। তবে দল ছাড়লেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, অন্য দলে যোগ দেবেন না তিনি। যদিও সেই কথা তিনি রাখতে পারলেন না।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন লাভলি। ২০১৩-১৫ দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও ছিলেন। ২০১৫ সালে ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি। এরপর ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তবে বিজেপিতে যোগদানের ন’মাসের মধ্যে ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি।
এদিন অরবিন্দর সিং লাভলির সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও চার কংগ্রেস নেতা। প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজ কুমার চৌহান, নসীব সিং, নীরজ বসোয়া এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মল্লিকও বিজেপিতে যোগ দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন