দিল্লি হাইকোর্টে জামিন মঞ্জুর হলো জেএনইউ-র প্রাক্তন পড়ুয়া তথা সমাজকর্মী শারজিল ইমামের। রাষ্ট্রদোহ সম্পর্কিত একটি মামলা থেকে মুক্তি পেলেন তিনি। তবে এখনই জেল থেকে মুক্তি পাবেন না তিনি।
২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল শারজিল ইমামকে। (ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। এর আগে রাষ্ট্রদোহ সম্পর্কিত দুটি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার আরও একটি মামলা থেকে মুক্তি দিল আদালত।
নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ করার পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন শারজিল। বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ শারজিলের আবেদন মঞ্জুর করে। তবে প্রাক্তন জেএনইউ পড়ুয়ার বিরুদ্ধে এখনও একাধিক বিচারাধীন মামলা রয়েছে। সেগুলি থেকে মুক্তি পাননি তিনি। ফলে এখনও জেলেই থাকতে হবে। ২০২০ সালের ২৮ জানুয়ারি থেকে তিনি জেল হেফাজতেই আছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন