চোর সন্দেহে ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো বিহারে। আরও অভিযোগ, মার খেতে খেতে গলা শুকিয়ে গিয়েছিল কিশোরের। জল চাইলেও তা দেওয়া হয়নি তাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি এক জনের খোঁজ চলছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁওয়ে। অভিযোগ, শুক্রবার ভোর ৩টে নাগাদ স্থানীয় এক মুদির দোকানে চুরির চেষ্টা করতে দেখা গেছে ওই কিশোরকে। দোকানের মালিক-সহ আরও চারজন দোকানের সামনে ঘুরতে দেখেছেন ওই কিশোরকে। অভিযোগ, এর পরেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারতে শুরু করেন স্থানীয়রা। দোকানের মালিকের দাবি, তিনি ওই কিশোরকে রাতের অন্ধকারে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন।
এই ঘটনায় মৃতের ভাই পুলিশকে জানিয়েছেন, তার দাদাকে পাঁচ জন মিলে নির্বিকারে মেরেছে। তার দাদা জল চাইলেও, দেওয়া হয়নি জল। অবশেষে চিৎকার করে গ্রামের লোক জড়ো করেন তিনি। গ্রামবাসীরা মিলেও থামাতে পারেননি। এরপর পুলিশকে খবর দেন দোকানের মালিক।
পুলিশ এসে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে রয়েছে মুদির দোকানের মালিক প্রকাশ শর্মা। অন্য ধৃতেরা হলেন অভিষেক শর্মা, দীপক শর্মা এবং ছোটু শর্মা। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এক জন অভিযুক্তের খোঁজ মেলেনি। তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন