গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডে চার্জ - বদলে গেল নিয়ম, আগষ্টের শুরুতে মধ্যবিত্তের কত খরচ বাড়ল?

People's Reporter: আগষ্ট মাসের শুরুতেই মধ্যবিত্তের পকেটে টান। বাড়তে চলেছে গ্যাসের দাম। পাশাপাশি, ক্রেডিট কার্ডের চার্জ বৃদ্ধি থেকে শুরু করে ফাস্টট্যাগ, একাধিক নিয়মে আসছে পরিবর্তন।
বাড়ল গ্যাসের দাম
বাড়ল গ্যাসের দামছবি সংগৃহীত
Published on

আগষ্ট মাসের শুরুতেই মধ্যবিত্তের পকেটে টান। বাড়তে চলেছে গ্যাসের দাম। পাশাপাশি, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ফাস্টট্যাগ, একাধিক নিয়মে আসছে পরিবর্তন। একনজরে দেখে নিন তালিকা -

এলপিজি সিলিন্ডারের দামঃ

প্রতি মাসের শুরুতেই গ্যাসের দামের পর্যালোচনা করা হয়। জুলাই মাসে গ্যাসের দাম কমলেও, আগষ্টের শুরুতেই বাড়তে চলেছে গ্যাসের দাম। আজ থেকে বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। গ্যাসের দাম ৮.৫০ টাকা বাড়ানো হয়েছে।

ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তনঃ

মাসের শুরুতেই ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনছে এইচডিএফসি ব্যাঙ্ক। এবার থেকে CRED, Cheq, MobiKwik, Freecharge-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে পরিষেবা চার্জ হিসাবে লেনদেনের পরিমাণের এক শতাংশ দিতে হবে। এর সঙ্গে ১৫ হাজার টাকার বেশি জ্বালানি লেনদেনে এক শতাংশ পরিষেবা চার্জ দিতে হবে। এই পরিষেবা চার্জের সর্বোচ্চ সীমা হিসাবে তিন হাজার টাকা। অন্যদিকে, আজ থেকে গ্রাহকদের EMI লেনদেনে ২৯৯ টাকা লেনদেন ফি দিতে হবে।

ফাস্টট্যাগের নিয়ম পরিবর্তনঃ

আজ থেকে বদলে যাচ্ছে ফাস্টট্যাগের নিয়ম। যারা গত তিন বছরের বেশি সময় ধরে তাদের KYC সম্পূর্ণ করেননি তাদের ১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত KYC সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে, ফাস্টট্যাগ অ্যাকাউন্টের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, এটি ১ অগাস্ট থেকে কালো তালিকাভুক্ত করা হবে।

ITR ফাইল করলে জরিমানাঃ

আজ থেকে ২০২৪-২৫ -এর জন্য আয়কর রির্টান দাখিল করলে দিতে হবে জরিমানা। এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। গত ৩১ জুলাই আয়কর রির্টান দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

Google Maps পরিষেবা সস্তা হয়েছেঃ

আজ থেকে সস্তা হয়েছে গুগল ম্যাপস পরিষেবা। ৭০ শতাংশ পরিষেবা চার্জ কমাচ্ছে গুগুল ম্যাপ। পাশাপাশি এবার থেকে গ্রাহকরা ডলারে পরিশোধ না করে টাকায়ও পরিশোধ করতে পারবেন।

ব্যাঙ্ক ছুটিঃ

চলতি মাসে সপ্তাহিক এবং সরকারি ছুটি মিলিয়ে ব্যাঙ্কগুলি ১৪ দিন বন্ধ থাকবে।

বাড়ল গ্যাসের দাম
Tarain Accident: তৃতীয় মোদী সরকারের দেড় মাসে একাধিক ট্রেন দুর্ঘটনা - মৃত অন্তত ২০, আহত শতাধিক
বাড়ল গ্যাসের দাম
উদ্বোধনের দেড় বছরের মধ্যেই নয়া সংসদ ভবন থেকে চুঁইয়ে পড়ছে জল! BJP-কে তীব্র কটাক্ষ বিরোধীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in