শেষ ১৬ দিনে ১৪ বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। মোট বৃদ্ধি লিটার পিছু ১০ টাকা। বুধবার দেশ জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮০ পয়সা। আজ রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের দাম প্রতি লিটার ১২১.৬৫ পয়সা। গত বছরের ৪ নভেম্বরের পর এবছরের ২১ মার্চ পর্যন্ত দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। ২২ মার্চ থেকে ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম।
এদিন দেশের রাজধানী শহর দিল্লীতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৫.৪১ টাকা। কলকাতায় আজ পেট্রোলের দাম ১১৫.১২। মুম্বাইতে ১২০.৫১ এবং চেন্নাইতে লিটার পিছু ১১০.৯৫ পয়সা।
পেট্রোলের পাশাপাশি আজ দিল্লীতে ডিজেলের লিটার পিছু দাম ৯৬.৬৭, কলকাতায় ৯৯.৮৩, মুম্বাইতে ১০৪.৭৭ এবং চেন্নাইতে ১০১.০৪ পয়সা।
দেশের চার মেট্রো শহর বাদ দিয়ে অন্যান্য শহরে পেট্রোলের আজকের দাম নিম্নরূপ। গুরগাঁওতে ১০৫.৭৭, বাঙ্গালোরে ১১১.১৬, ভুবনেশ্বরে ১১২.৩৬, চন্ডীগড়ে ১০৪.৭৪, হায়দারাবাদে ১১৯.৪৯, জয়পুরে ১১৮.০৩, লখনৌতে ১০৫.২৫, পাটনাতে ১১৬.২৯ এবং ত্রিবান্দ্রমে ১১৬.৯২ টাকা।
রাজনৈতিক মহলের মতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণে মধ্যবর্তী সময়ে দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি। নির্বাচনী পর্ব মিটে যেতেই ফের লাগামছাড়া পেট্রোল ডিজেল। গত সোম এবং মঙ্গলবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার দাবি করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের দাবি না মানা হলে তাঁরা অধিবেশন কক্ষেই শ্লোগান দিতে শুরু করেন। যার জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
গতকাল পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ পুরি জানিয়েছেন, এপ্রিল ২০২১ থেকে মার্চ ২০২২-এর মধ্যে আমেরিকায় পেট্রোলিয়াম জাত পণ্যের দাম বেড়েছে ৫১ শতাংশ, কানাডায় ৫২ শতাংশ দাম বেড়েছে, জার্মানিতে ৫৫ শতাংশ দাম বেড়েছে, ইংল্যান্ডে ৫৫ শতাংশ দাম বেড়েছে, ফ্রান্সে ৫০ শতাংশ দাম বেড়েছে, স্পেনে ৫৮ শতাংশ দাম বেড়েছে। সেখানে ভারতে বেড়েছে মাত্র ৫ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন