General Strike: ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রথম দিনের ধর্মঘট সফল - AIBEA

দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের অধিকাংশ শাখা বন্ধ রয়েছে। সোমবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুরের ব্রজলালচকে ব্যাঙ্কের সামনে পিকেটিং
পূর্ব মেদিনীপুরের ব্রজলালচকে ব্যাঙ্কের সামনে পিকেটিংছবি নিজস্ব
Published on

ব্যাঙ্কিং সেক্টরে দুদিনের ধর্মঘটের প্রথম দিনে ধর্মঘট সফল হয়েছে। দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের অধিকাংশ শাখা বন্ধ রয়েছে। সোমবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সেক্টরের স্বাধীন ট্রেড ইউনিয়নগুলি কেন্দ্রীয় সরকারের "জনবিরোধী" অর্থনৈতিক নীতি এবং "শ্রমিক-বিরোধী" শ্রম নীতির প্রতিবাদে ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে।

AIBEA-এর সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচলামের মতে, সারা দেশে সরকারি, বেসরকারি ও সমবায় খাত, বিদেশী ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ব্যাঙ্ক কর্মচারীরা ধর্মঘট পালন করেছে। তিনি বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ধর্মঘট সফল হয়েছে।

ভেঙ্কটচলম আরও বলেন, "আমরা লক্ষ্য করেছি, ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের সরকারী সিদ্ধান্তে কর্মচারীরা অসন্তুষ্ট। লক্ষ লক্ষ তরুণ কর্মচারী এবং অফিসার একটি অত্যন্ত কঠিন নিয়োগ প্রক্রিয়ার পরে সরকারি ব্যাঙ্কগুলিতে যোগদান করেছে এবং তাদের মধ্যে অনেকেই আইটি এবং অন্যান্য বেসরকারি খাতের চাকরি ছেড়ে এখানে এসেছে। শুধুমাত্র এই ব্যাঙ্কগুলিতে উপলব্ধ চাকরির নিরাপত্তার কারণে তাঁরা সরকারী মালিকানাধীন ব্যাঙ্কগুলিতে যোগদান করেছেন।"

ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের সরকারী পরিকল্পনা একটি কঠিন ধাক্কা এবং অত্যন্ত হতাশাজনক বলেও তিনি জানান।

সোমবার ধর্মঘটের কারণে ক্লিয়ারিং অপারেশনগুলি প্রভাবিত হয়েছে। জানা গেছে অধিকাংশ শাখাই ক্লিয়ারেন্সের জন্য চেক পাঠাতে পারেনি। আগামীকালও ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ভেঙ্কটচলম।

অন্যদিকে, সরকারি মালিকানাধীন সাধারণ বীমা কোম্পানিগুলোতে ধর্মঘটের প্রভাব পড়েছে।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in