রাজ্যপালদের মনে রাখতে হবে তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি নন, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

People's Reporter: সুপ্রিম কোর্টের বক্তব্য, "রাজ্যের রাজ্যপালদের অবশ্যই মনে রাখতে হবে, তাঁরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নন।"
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট ফাইল ছবি
Published on

তিন রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। সোমবার আবেদনের শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় অভিযুক্ত রাজ্যপালদের উদ্দেশ্যে জানিয়েছেন, “রাজ্যের রাজ্যপালদের অবশ্যই মনে রাখতে হবে, তাঁরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি নন।” এদিন পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের বিরুদ্ধে সে রাজ্যের আপ সরকারের অভিযোগের মামলার শুনানিতে রাজ্যপালের পাশাপাশি সরকারকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।

সম্প্রতি পাঞ্জাব সরকার সে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। আপ সরকারের তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানিয়েছেন, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরও রাজ্যপালের নিষ্ক্রিয়তার জন্য ঝুলে রয়েছে বেশ কয়েকটি বিল। গত জুলাই মাসে ছাড়পত্রের জন্য পাঠানো গুরুত্বপূর্ণ মোট সাতটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। তাঁর এই নিষ্ক্রিয়তা সরকারের কাজকে ব্যাপকভাবে প্রভাবিত করছে বলেও অভিযোগ পাঞ্জাবের আপ সরকারের।

শুধু পাঞ্জাবই নয়, তামিলনাড়ুর ডিএমকে সরকার এবং কেরলের বাম সরকারও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে একইরকম নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। সোমবার সেই মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত পাঞ্জাব রাজ্যপালের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে, পাঞ্জাব বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে রাজ্যপালের প্রত্যেকটি পদক্ষেপের নিখুঁত বিবরণ জমা দিতে হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, “সুপ্রিম কোর্টে বিষয়গুলি পৌঁছনোর আগেই রাজ্যপালদের অবশ্যই বিলগুলি নিয়ে কাজ করতে হবে।”

অন্যদিকে, গত মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়ার পর জুন মাসে বাজেট অধিবেশনের বর্ধিতকরণ হিসেবে পুনরায় বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে রাজ্য সরকারেরও সমালোচনা করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানিয়েছে, “মার্চ মাসে অজ্ঞাতসারে স্থগিত হওয়ার পর আবার জুন মাসে স্পীকার পুনরায় অধিবেশনের ডাক দেন। স্থগিত করে দেওয়ার ছ’মাসের মধ্যেই কি আপনাকে অধিবেশন বসাতে হবে? এই পরিকল্পনা কি আদৌও সংবিধানের অধীনে পড়ে?” রাজ্য সরকার ও রাজ্যপাল উভয়পক্ষের উদ্দেশ্যেই শীর্ষ আদালতের সাফ বক্তব্য, “দুই পক্ষেরই আত্ম-অনুসন্ধান প্রয়োজন।”

সুপ্রিম কোর্ট
মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ লোকপালের! দুবের দাবি ঘিরে জল্পনা, পাল্টা হুঙ্কার TMC সাংসদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in