ব্যাপক নজরদারির সুযোগ! বিতর্কিত 'তথ্য সুরক্ষা বিল' প্রত্যাহার লোকসভায়, নতুন বিল আনবে কেন্দ্র

বুধবার লোকসভায় যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল প্রত্যাহার করা হয়েছে, তার বদলে অনলাইনে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে নতুন একটি বিল পেশ করেছে কেন্দ্র।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

বিতর্কিত ‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল’ (Personal Data Protection Bill) প্রত্যাহার করেছে কেন্দ্র। বুধবার, লোকসভায় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘নতুন আইন আনতে এই বিল প্রত্যাহারের করছে সরকার।’

এ দিন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বলেন, 'ডিজিটাল অর্থনীতির জন্য আইনি সংস্কার দরকার। তাই, সরকার নতুন আইন আনবে। তবে, এবার সংসদে নতুন আইন পেশ করার আগে জনমত নেবে সরকার।‘

সূত্রের খবর, বিতর্কিত ‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল’ পাল্টে নতুন করে ব্যক্তিগত গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তার উপর জোর দিতে পারে কেন্দ্র। নতুন বিল সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে।

হঠাৎ কেন এই পদক্ষেপ? এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘ব্যক্তিগত তথ্যসুরক্ষা বিল, ২০১৯ নিয়ে সংসদের যৌথ কমিটিতে (Joint Committee of Perliament বা JCP) বিশদভাবে আলোচনা হয়েছে। ডিজিটাল ইকোসিস্টেমের আইনি কাঠামো নিয়ে ৮১টি সংশোধনী প্রস্তাব পেশ করেছে যৌথ কমিটি। সে সব কথা মাথায় রেখেই তথ্যসুরক্ষা বিল প্রত্যাহার করা হল।‘

২০১৯ সালে সংসদে 'তথ্যসুরক্ষা বিল' পেশ হওয়ার পরেই, তা নিয়ে আপত্তি জানায় সাধারণ নাগরিক থেকে শুরু করে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা। কারণ, এই বিলে নাগরিকদের তথ্যের ওপর ব্যাপকহারে নজরদারি করার ছাড়পত্র দেওয়া হয়েছিল সরকারকে। কিন্তু, বিল নিয়ে সরকারের অনড় মনোভাবের জেরে ওই বিলের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয় নাগরিক। দীর্ঘ টানাপোড়নের পর বুধবার তা প্রত্যাহার করেছে কেন্দ্র।

জানা যাচ্ছে, বুধবার লোকসভায় যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল প্রত্যাহার করা হয়েছে, তার বদলে অনলাইনে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে নতুন একটি বিল পেশ করেছে কেন্দ্র।

বিল প্রত্যাহারের পরে টুইটারে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, 'এটি শীঘ্রই সমসাময়িক এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই তৈরি করা হবে। যাতে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল গোপনীয়তা আইনের বিষয় যুক্ত থাকবে।'

অন্য এক টুইটে তিনি জানান,'গোপনীয়তা ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার। একইসঙ্গে, এক ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতির জন্য আন্তর্জাতিক মানের সাইবার আইন প্রয়োজন।'

ছবি - প্রতীকী
Parliament: বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও পাচারের অভিযোগে ৩৪৮টি অ্যাপ বাতিল করলো কেন্দ্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in