এবার ঘোড়া কেনাবেচা (পড়ুন বিধায়ক কেনাবেচা) করতে গেলেও দিতে হবে জিএসটি (GST)! তাও আবার ২৮ শতাংশ। জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। জিএসটি-তে রদবদল নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন সীতারমণ। সেখানেই মুখ ফসকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ঘোড়া কেনাবেচাকেও (Horse Trading) ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হতে পারে।
ক্যাসিনো, অনলাইন গেমিং, ঘোড়দৌড়ের মাঠ কিংবা লটারির উপর ২৮ শতাংশ জিএসটির ঘোষণা করছিলেন অর্থমন্ত্রী। যেখানে ভুল করে তিনি ‘হর্স রেসিং’ (ঘোড়দৌড়) বলতে গিয়ে ‘হর্স ট্রেডিং’ (ঘোড়া কেনাবেচা) বলে ফেলেন।
নির্মলার মুখ ফসকে বলা এই কথার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় যা নিয়ে বিস্তর রসিকতাও হচ্ছে।
ভিডিও ক্লিপ শেয়ার করে ব্যাঙ্গাত্মক সুরে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কনভেনর রুচিরা চতুর্বেদী লেখেন, ‘ঘোড়া কেনাবেচাতেও জিএসটি?’ আবার টুইটারে কংগ্রেস নেতা পবন খেরা লেখেন, ‘আমি জানতাম নির্মলা সীতারমণজীর (ব্যালট) বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা আছে। হ্যাঁ নির্মলাজী, ঘোড়া-কেনাবেচার উপর জিএসটি থাকা উচিত।’
এক দলের জনপ্রিতিনিধিকে অন্য দলে ভাঙিয়ে নিয়ে যাওয়াটাই রাজনীতিকদের ভাষায় ‘ঘোড়া কেনাবেচা’ বা ‘হর্স ট্রেডিং’ বলা হয়। ভারতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। তবে, মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই ‘ঘোড়া কেনাবেচা’ (Horse Trading) শব্দবন্ধটি ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন