বুধবার গভীর রাতে গুজরাটের আমরেলিতে একটি প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা খায় এক বিরল এশিয়াটিক সিংহ। এরপর বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই সিংহের। সেই ঘটনায় লিলিয়া রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা মহেশ খাওয়াদিয়াকে বরখাস্ত করেছে বন দফতর। তাঁর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জুনাগড় বন্যপ্রাণী সার্কেলের প্রধান বন সংরক্ষক (CCF) আরাধনা সাহু এই নির্দেশ জারি করেছেন। রেল লাইনের কাছে বন্য প্রাণীর উপস্থিতি সম্পর্কে রেলের স্টেশন মাস্টার বা লিলিয়া বন কর্মকর্তাদের সতর্ক না করার অভিযোগে ২৫ জুলাই খাওয়াদিয়াকে বরখাস্ত করার নির্দেশ জারি করেছেন তিনি।
সিসিএফ জানিয়েছেন, খাওয়াদিয়ার অবহেলার কারণে ওই দিন রাতে জুনাগড় বন্যপ্রাণী সার্কেলের শেত্রুঞ্জি বন্যপ্রাণী বিভাগের লিলিয়া রেঞ্জের লিলিয়ার কাছে ভেনসান গ্রামে মহুয়া-সুরাট প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা খেয়েছে ওই সিংহটি।
উল্লেখ্য, বুধবার রাতে এই ঘটনার পর শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন সিসিএফ। মহেশ খাওয়াদিয়ার সঙ্গে কথাও বলেন তিনি। বরখাস্তের ওই নির্দেশে বলা হয়েছে, “যখন দায়িত্ব পর্যবেক্ষণ এবং রেল লাইনে সিংহের উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি। এ ধরনের ঘটনা ঠেকাতে তিনি কী কী উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে তিনি তারও উত্তর দিতে পারেননি।”
নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, “রেলপথে সিংহের মতো বন্য প্রাণীর সাথে দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট রকমের প্রচেষ্টাই করা হয়নি। এই পুরো ঘটনাটি তফসিল-১ (বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২) এর সিংহের সুরক্ষায় অবহেলাকে প্রমাণ করে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন