গুজরাটে সপ্তমবারের জন্য সরকার গড়ছে বিজেপি। মুখ্যমন্ত্রীপদে আবার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। আজ, দুপুর ২টা নাগাদ গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানেই শপথ নেবেন তিনি। একইসঙ্গে, নয়া মন্ত্রিপরিষদের জন্য শপথ নেবেন ২৫ জন মন্ত্রীও।
জানা যাচ্ছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।
এছাড়াও, এদিনের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ২০০ জন সাধুসন্তকেও। তাঁদের জন্য গড়া হয়েছে আলাদা মঞ্চ।
সূত্রের খবর, গুজরাটে আজকের অনুষ্ঠানে থাকছেন বিজেপি শাসিত রাজ্য ও জোটের মুখ্যমন্ত্রীরাও। যাদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্বাই, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
এছাড়া, বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা, প্রবীণ নেতা বি এল সন্তোষ এবং যে সব সাংসদরা গুজরাটে নির্বাচনী প্রচারে নেমেছিলেন, সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
গান্ধীনগরের হেলিপ্যাডে শপথ অনুষ্ঠানের জনয় তিনটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মাঝের মঞ্চটি মূল মঞ্চ, এখানেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মূল মঞ্চের ডানদিকের প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের থাকার ব্যবস্থা করা হবে। আর, বাম দিকের মঞ্চে থাকবেন রাজ্যের আমন্ত্রিত ২০০ জন সাধুসন্ত।
দর্শক আসনে বসার জন্য পাটিদার, তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)-র সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা এবং ২০২৬ সালে রাজ্যের বিভিন্ন নির্বাচনকে মাথায় রেখে সব সম্প্রদায়ের মানুষকে অনুষ্ঠানে ডাকা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর, গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। হিমাচল প্রদেশে পরাজিত হলেও গুজরাটে যাবতীয় রেকর্ড ভেঙে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয়ী হয় বিজেপি।
ফলাফল ঘোষণার দিনই গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন গুজরাটের বিজেপি সভাপতি সি আর পাটিল। তিনি জানান, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল।
আজ, তাঁরই শপথ অনুষ্ঠান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন