২০০ টিরও বেশি গোরু আশ্রয় কেন্দ্রের ট্রাস্টিরা আশ্রয়কেন্দ্র চালানোর জন্য রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান বন্ধের প্রতিবাদে হাজার হাজার গোরু রাস্তায় ছেড়ে দিয়েছেন। এর ফলে শুক্রবার উত্তর গুজরাট মহাসড়কগুলিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বানসকান্থা পিঁজরাপোলের ট্রাস্টি কিশোর দাভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১৫ দিন থেকে, ট্রাস্টিরা ২০২২-২৩ সালের রাজ্য বাজেটে প্রতিশ্রুতি অনুসারে আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভ করছে।
তাদের বারবার অনুরোধ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগী না হওয়ায়, ট্রাস্টিরা বৃহস্পতিবার উত্তর গুজরাতে সরকারী চত্বর ছাড়াও রাজ্য এবং জাতীয় সড়কে হাজার হাজার গোরু ছেড়ে দিয়েছে।
রাজ্যে ১,৫০০টি পিঁজরাপোল প্রায় ৪.৫ লক্ষ গোরুকে আশ্রয় দিয়েছে। যার মধ্যে একা বানসকান্থায় ১৭০টি পিঁজরাপোল ৮০ হাজার গোরুর আশ্রয়স্থল। পিঁজরাপোল ট্রাস্টকে প্রতিদিন গোরু প্রতি ৬০ থেকে ৭০ টাকা খরচ করতে হয় তাদের খাওয়ানোর জন্য। কোভিডের পরে, পিঁজরাপোলের অনুদান বন্ধ হয়ে গেছে এবং তহবিল ছাড়া এই আশ্রয়কেন্দ্র চালানো কঠিন হয়ে উঠছে। সরকার দ্রুত তহবিল না দিলে আন্দোলন তীব্র আকার ধারণ করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন