বিজেপি শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে এক আদিবাসী যুবককে মারধর করার ঘটনায় উত্তপ্ত হলো পরিস্থিতি। ভদোদরার দাভোই শহরের তিন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। SC/ST (প্রিভেনশন অফ এট্রোসিটিস) অ্যাক্ট-র অধীনে মামলাটি করা হয়েছে।
ভদোদরার গ্রামীণ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসটি/এসসি সেল) আকাশ প্যাটেলের কথায়, আদিবাসী যুবকটির নাম ধর্মেশ তাভদি। তাঁর অভিযোগ, তিন বিজেপি নেতা ইচ্ছাকৃতভাবে জাতপাত তুলে তাঁকে অপমান করেছে। এমন কিছু মন্তব্য করেছে, যেটা তাভদির ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে।
তাভদির কথায়, দাভোই পৌর কর্পোরেশনের বিজেপি নেতা বীরেন শাহ, বিশাল এবং অমিত সোলাঙ্কি নামের তিন জন তাঁকে রাস্তার বৈদ্যুতিক আলো এবং অন্যান্য বেশকিছু মেরামতি বাবদ অর্থ দিয়েছিল। প্রতিশ্রুতির তুলনায় অনেক কম টাকা দেওয়ায় ধর্মেশ তাভদি যথেষ্ট অসন্তুষ্ট হন। বিজেপির উপজাতি সেলের সভাপতি মেহুলভাই তাদভির দ্বারস্থ হন ধর্মেশ। মেহুলভাই তাঁকে টাকা ফেরত দেওয়ার পরামর্শ দেন। মেহুলের পরামর্শ মতো বীরেন শাহকে টাকা ফেরত দিতে চান তাদভি।
জানা গেছে, বিজেপি নেতার কাছে ধর্মেশ যখন টাকা ফেরত দিত চান, তখন ধর্মেশের এক বন্ধু পুরো ঘটনাটি রেকর্ড করেন। যার ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয় বীরেন। ধর্মেশ তাভদিকে বেধড়ক মারধর করেন তিনি। শুধু তাই নয়, তাঁকে হুমকি দিয়ে শাহ বলে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলে তাঁকে রাস্তার পাশে ব্যবসা চালাতে দেবে না। এমনকি, তাঁর সবজির গাড়িও চালাতে দেবে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন