আদিবাসী যুবককে মারধর! ৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়ের

আদিবাসী যুবকটির নাম ধর্মেশ তাভদি। তাঁর অভিযোগ, তিন বিজেপি নেতা ইচ্ছাকৃতভাবে জাতপাত তুলে তাঁকে অপমান করেছেন, মারধর করেছেন।
৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়ের
৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়েরপ্রতীকী ছবি
Published on

বিজেপি শাসিত গুজরাটে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে এক আদিবাসী যুবককে মারধর করার ঘটনায় উত্তপ্ত হলো পরিস্থিতি। ভদোদরার দাভোই শহরের তিন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। SC/ST (প্রিভেনশন অফ এট্রোসিটিস) অ্যাক্ট-র অধীনে মামলাটি করা হয়েছে।

ভদোদরার গ্রামীণ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসটি/এসসি সেল) আকাশ প্যাটেলের কথায়, আদিবাসী যুবকটির নাম ধর্মেশ তাভদি। তাঁর অভিযোগ, তিন বিজেপি নেতা ইচ্ছাকৃতভাবে জাতপাত তুলে তাঁকে অপমান করেছে। এমন কিছু মন্তব্য করেছে, যেটা তাভদির ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে।

তাভদির কথায়, দাভোই পৌর কর্পোরেশনের বিজেপি নেতা বীরেন শাহ, বিশাল এবং অমিত সোলাঙ্কি নামের তিন জন তাঁকে রাস্তার বৈদ্যুতিক আলো এবং অন্যান্য বেশকিছু মেরামতি বাবদ অর্থ দিয়েছিল। প্রতিশ্রুতির তুলনায় অনেক কম টাকা দেওয়ায় ধর্মেশ তাভদি যথেষ্ট অসন্তুষ্ট হন। বিজেপির উপজাতি সেলের সভাপতি মেহুলভাই তাদভির দ্বারস্থ হন ধর্মেশ। মেহুলভাই তাঁকে টাকা ফেরত দেওয়ার পরামর্শ দেন। মেহুলের পরামর্শ মতো বীরেন শাহকে টাকা ফেরত দিতে চান তাদভি।

জানা গেছে, বিজেপি নেতার কাছে ধর্মেশ যখন টাকা ফেরত দিত চান, তখন ধর্মেশের এক বন্ধু পুরো ঘটনাটি রেকর্ড করেন। যার ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয় বীরেন। ধর্মেশ তাভদিকে বেধড়ক মারধর করেন তিনি। শুধু তাই নয়, তাঁকে হুমকি দিয়ে শাহ বলে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলে তাঁকে রাস্তার পাশে ব্যবসা চালাতে দেবে না। এমনকি, তাঁর সবজির গাড়িও চালাতে দেবে না।

৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়ের
ভোটের মুখে ৭১ হাজার নিয়োগপত্র বিলি মোদীর, তীব্র কটাক্ষ কংগ্রেস সভাপতি খাড়গের
৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়ের
দলিত-আদিবাসীরাই দেশের প্রধান মালিক, BJP এদের অধিকার কেড়ে নিচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর
৩ BJP নেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা দায়ের
Gujarat Assembly Polls 22: দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, সাসপেন্ড ৭ বিদ্রোহী বিজেপি নেতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in