গুজরাটের স্বাস্থ্য সূচক ক্রমশ নীচের দিকে নামছে। ভারতে অপুষ্টি সূচক ক্রমশ বাড়ছে। এগুলো কেন হচ্ছে তার উত্তর 'বিশ্বগুরু' প্রধানমন্ত্রীকেই দিতে হবে। বুধবার কর্ণাটকে অ্যানিমিয়া মুক্ত পৌস্টিকা কর্ণাটক কর্মসূচির সূচনা করতে গিয়ে একথা বলেন রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
এদিন সিদ্দারামাইয়া বলেন, যারা গুজরাটকে মডেল রাজ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তাঁদের উত্তর দেওয়া উচিত যে কেন গুজরাটে অপুষ্টি ক্রমশ বাড়ছে আর স্বাস্থ্য সূচকে ক্রমশ নিচের দিকে নামছে।
সিদ্দারামাইয়া আরও বলেন, এভাবে কি কোনও রাজ্য দেশের মধ্যে মডেল হয়ে উঠতে পারে? কোনও রাজ্য কখনও দারিদ্র্য এবং অশিক্ষা দূর না করে নাগরিকদের সুস্বাস্থ্য দিতে পারে। আমাদের রাজ্য সরকারের প্রথম কাজ রাজ্য থেকে এই তিন অসুখকে দূর করা। আমরা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় স্বাস্থ্যের সুবিধা পৌঁছে দিতে চাই।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর এবং স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডুরাওকে বলেন, রাজ্যের সমস্ত শিশুদের সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে এবং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন