কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন তাঁরই দলের প্রাক্তন নেতা বিজয় টাটা। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ।
শুধুমাত্র এইচ ডি কুমারস্বামী নন, আরও এক জেডিএস নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। গত মঙ্গলবারই থানায় তোলাবাজি ও অপরাধমূলক কাজের জন্য অভিযোগ জানান বিজয় টাটা। প্রাক্তন জেডিএস নেতার অভিযোগ, চান্নাপাটনা উপনির্বাচনের আগে রমেশ গৌড়া তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে কুমারস্বামীর সাথে ফোনে কথা বলান। কুমারস্বামী তাঁকে দলকে ৫০ কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন।
পাশাপাশি বিজয় টাটা অভিযোগ করেন, টাকা না দিলে ব্যবসাতে ক্ষতি হবে বলেও হুমকি দেন কুমারস্বামী। ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন। বিজয় টাটার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।
কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও রমেশ গৌড়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কুমারস্বামী। তিনি বলেন, "আমি কি রাস্তার কুকুর, শেয়ালদের অভিযোগের জবাব দেব? তাঁদের এফআইআর করতে দিন, আমি পরে বিষয়টি দেখব।" রমেশ গৌড়া বলেন, বিজয় টাটা নিজেকে জেডিএস-র সোশ্যাল মিডিয়ার সহ-সভাপতি বলে দাবি করে ভিত্তিহীন অভিযোগ করছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন