হরিয়ানায় লড়াইয়ে ফিরল বিজেপি। কংগ্রেসকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গেল বিজেপি। একসময় ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেছিল গেরুয়া শিবির।
৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা চলছে। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছিল কংগ্রেস। একসময় প্রায় ৬০টি আসনে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রধান দলের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী (ভারতীয় সময় সকাল ১০.৫০-র খবর অনুযায়ী), ৪৭ আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৩৬ আসনে। ম্যাজিক ফিগার ৪৬। আইএনএলডি এবং বিএসপির জোট ২টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে। কোনও আসনে এগিয়ে নেই একদা বিজেপির জোটসঙ্গী জনতা জননায়ক পার্টি বা জেজেপি।
সমস্ত এক্সিট পোলেই কংগ্রেসের সরকারে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছিল। গণনার প্রাথমিক ট্রেন্ডে তারই আভাস দেখে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল নিউ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে। কিন্তু বেলা বাড়তেই সমীকরণ ঘুরে যেতেই থামিয়ে দেওয়া হয়েছে সেই সেলিব্রেশন। তবে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। তিনি জানান, এ বার তাঁদের দলই সরকার গঠন করবে। এ বারের নির্বাচনে তিনি গরহি সম্পলা-কিলই থেকে প্রার্থী হয়েছেন।
অন্যদিকে জয় সম্পর্কে নিশ্চিত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিও। তিনি জানান, "আমরা গত ১০ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর যে ধরনের সুযোগ সুবিধা রাজ্যবাসীর জন্য চালু করেছেন তা হরিয়ানার জন্য দীর্ঘ সময়ের সুফল বয়ে আনবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন