নুহ হিংসার ঘটনা সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারের কারণে গ্রেপ্তার করা হল এক হিন্দি সংবাদ চ্যানেলের সম্পাদককে। গুরুগ্রাম পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি হরিয়ানার নুহ-তে সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক এবং মিথ্যা তথ্য পোষ্ট করেছিলেন।
পুলিশ সূত্র অনুসারে, মুকেশ কুমার নামক সুদর্শন নিউজের ওই রেসিডেন্ট এডিটরকে গুরুগ্রামের সেক্টর ১৭ থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে ওই চ্যানেলের পক্ষ থেকে তিনি কিছু ‘দুষ্কৃতীদের দ্বারা ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি করা হয়েছিল। যদিও গুরুগ্রাম পুলিশ এই প্রসঙ্গে এক বিবৃতি জারি করে প্রকৃত তথ্য সামনে আনে এবং জানায় তাঁকে সাইবার ক্রাইম বিভাগ গ্রেপ্তার করেছে।
গত ৮ আগস্ট এক ট্যুইট বার্তায় ধৃত মুকেশ কুমার দাবি করেন, “গুরুগ্রামের পুলিশ কমিশনারকে আল জাজিরা নিউজ চ্যানেল থেকে বারবার ফোন করা হয়েছে। হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। এই ফোন আসার পর তিনি এত চাপে পড়ে যান যে হিন্দুত্ববাদী কর্মকর্তাদের তিনি আটক করতে শুরু করেন।”
গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে মুকেশ কুমারের এই দাবিকে ‘ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক’ বলে দাবি করা হয় এবং এরপরেই তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
রেসিডেন্ট এডিটরের গ্রেপ্তারির পর সুদর্শন নিউজের পক্ষ থেকে এই ঘটনাকে ‘বেআইনি এবং ভুল’ বলে দাবি করা হয়েছে। ওই ট্যুইটে আরও জানানো হয় এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ। যদি মুকেশ কুমারকে ছেড়ে না দেওয়া হয় তাহলে শনিবার আরও বড়ো ঘোষণা করবে সুদর্শন নিউজ বলেও ওই ট্যুইটে জানানো হয়েছে।
উল্লেখ্য, ৩১ জুলাই নুহ-তে হিংসার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। নুহ-র ইন্টারনেট পরিষেবা আগামী রবিবার পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন