Haryana: হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে নয়াব সিং সাইনিই, এবারেও খালি হাতে ফিরলেন অনিল ভিজ

People's Reporter: বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন, দলের সদ্য নির্বাচিত বিধায়কদের বৈঠকে বিধায়কদলের নেতা নির্বাচিত হয়েছেন নয়াব সিং সাইনি।
নবাব সিং সাইনি এবং অনিল ভিজ
নবাব সিং সাইনি এবং অনিল ভিজফাইল ছবি
Published on

হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির প্রবীণ ও প্রভাবশালী নেতা অনিল ভিজ। এমনকি তিনি নিজেকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিসেবেও ঘোষণা করেছিলেন। যদিও এবারও তাঁকে খালি হাতেই ফিরতে হল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবারেও হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন নয়াব সিং সাইনিকেই। আগামীকাল তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন, দলের সদ্য নির্বাচিত বিধায়কদের বৈঠকে বিধায়কদলের নেতা নির্বাচিত হয়েছেন নয়াব সিং সাইনি। তাঁর নাম প্রস্তাব করেন বিধায়ক কৃষাণ কুমার বেদী ও অনিল ভিজ। এই বৈঠকে অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

তিনি আরও বলেন, আমরা আবার হরিয়ানায় সরকার গঠন করবো। বিগত ১৫ বছর ধরে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। মনোহর লাল খট্টরের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের কাজ শুরু হয়েছে তা চলবে।

হরিয়ানা বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে সরিয়ে নয়াব সিং সাইনিকে সেই জায়গায় নিয়ে আসা হয়। সেই সময়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের বর্ষীয়ান নেতা অনিল ভিজ। যদিও তাঁর মতামতকে বিশেষ গুরুত্ব দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

মনোহর লাল খট্টারের পদত্যাগের পর হরিয়ানাতে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন নয়াব সিং সাইনি। এমনকি নতুন করে মন্ত্রিসভাও গঠন করা হয়। নতুন মন্ত্রিসভাতে নাকি নাম ছিল অনিল ভিজেরও। কিন্তু তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে সাইনির নামেও আপত্তি জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই নাকি বিজেপির সাথে দূরত্ব তৈরি হচ্ছিল অনিলের। একসময় তিনি এক্স হ্যান্ডেলে নিজের নামের পাশ থেকে ‘মোদী কী পরিবার’ ট্যাগলাইনও সরিয়ে নেন। যদিও পরে বিতর্ক শুরু হতে নিজেকে বিজেপির কট্টর সমর্থক হিসেবেই দাবি করেন অনিল ভিজ।

গত ১৬ সেপ্টেম্বর আম্বালাতে হরিয়ানার প্রবীণ বিজেপি নেতা অনিল ভিজ জানিয়েছিলেন, আমি হরিয়ানার একজন প্রবীণ বিধায়ক এবং এবার আমার সপ্তম নির্বাচন লড়ছি। আমি কখনও কিছু চাইনি। কিন্তু এবার আমার সমর্থক এবং জনতার দাবি আছে। আমার সিনিয়রিটির হিসেবে আমি হরিয়ানার মুখ্যমন্ত্রী পদের দাবি জানাবো।

যদিও এদিন সেই দাবি নস্যাৎ করে হরিয়ানার বিজেপি বিধায়কদলের নেতা হিসেবে রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নামই ফের ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, হরিয়ানা বিজেপির অন্যতম প্রবীণ নেতা অনিল ভিজ-এর কাছে এর আগেও দু’বার মুখ্যমন্ত্রী হবার সুযোগ এলেও কোনোবারই দল তাঁকে বেছে নেয়নি। প্রথমবার সুযোগ দেওয়া হয় মনোহরলাল খট্টরকে এবং দ্বিতীয়বার নয়াব সিং সাইনিকে।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে ৪৮ আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছে ৩৭ আসনে।

নবাব সিং সাইনি এবং অনিল ভিজ
Haryana: হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই, ঘুরে দাঁড়াল বিজেপি, অনেকটাই পিছিয়ে পড়ল কংগ্রেস
নবাব সিং সাইনি এবং অনিল ভিজ
Haryana: সাধারণ কর্মী থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী! কেমন ছিল এই BJP নেতার রাজনৈতিক যাত্রাপথ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in