এবার গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়াকে গুলি করে হত্যার খবর প্রকাশ্যে আসল। এবারও ঘটনাস্থল হরিয়ানা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ স্বঘোষিত গোরক্ষককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৩ আগস্ট। শুধুমাত্র সন্দেহের বশে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া আরিয়ান মিশ্রকে ৩০ কিমি ধাওয়া করে গুলি করে হত্যা করা হয়েছে। দিল্লি-আগ্রা ন্যাশনাল হাইওয়েতে হরিয়ানার গধপুরির কাছে আরিয়ানকে গুলি করা হয়। ধৃতেরা হল - অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণ, আদেশ এবং সৌরভ।
জানা গেছে, গো-রক্ষকরা খবর পেয়েছিল, রেনাল্ট ডাস্টার এবং টয়োটা ফরচুনার গাড়িতে করে কিছু গরু পাচারকারী শহর ঘুরে বেড়াচ্ছে এবং গবাদি পশু তুলে নিচ্ছে।
ঘটনাচক্রে ২৩ তারিখ রাতে আরিয়ান তার দুই বন্ধু হর্ষিত, শ্যাঙ্কি এবং আরও দুই মেয়েকে নিয়ে রেনাল্ট ডাস্টার গাড়িতে চেপে খাবার খেতে গিয়েছিলেন। সেইসময় গোরক্ষকরা রাস্তায় টহল দিচ্ছিল। তাদের ধারণা হয়, ওই গাড়িতে গরু পাচার করা হচ্ছে। তারা ওই গাড়ি ধাওয়া করা শুরু করে।
হর্ষিতরা বিষয়টি লক্ষ্য করেন। তারা গাড়ি থামানোর পরিবর্তে স্পিড আরও বাড়িয়ে দেন। কারণ কয়েকদিন আগে হর্ষিত এবং শ্যাঙ্কি এক ব্যক্তির সাথে বাদানুবাদে জড়িয়েছিলেন। তারা মনে করেন, ওই ব্যক্তি তাদের মারার জন্য গুন্ডা পাঠিয়েছেন।
আরিয়ানরা গাড়ি না থামালে গোরক্ষকরা তাদের টপকে সামনে যায় এবং গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলি আরিয়ানের ঘাড়ে লাগে। এরপর গাড়ি থামায় হর্ষিত। তারপর আবার গুলি চালায় গোরক্ষকরা। সেই গুলি সরাসরি আরিয়ানের বুকে লাগে।
হামলাকারীরা গাড়িতে দুটি মেয়েকে দেখলে বুঝতে পারে তারা ভুল ব্যক্তিকে গুলি করেছে। তৎক্ষণাৎ পালিয়ে যায় তারা।
আরিয়ানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একদিন পর মৃত্যু হয় তার।
উল্লেখ্য, গত সপ্তাহে গোমাংস খেয়েছেন, এই সন্দেহে পিটিয়ে খুন করা হয় হরিয়ানায় কাজ করতে যাওয়া বাংলার শ্রমিক সাবির মল্লিককে। মহারাষ্ট্রে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে ট্রেনের মধ্যেই এক বৃদ্ধকে ব্যাপক মারধর করা হয়।
আগামী ৫ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা কেন্দ্রে ভোট। মহারাষ্ট্রেও ভোট হবে আগামী কয়েকমাসের মধ্যে। তার আগে এই ইস্যুতে ফের উত্তপ্ত হচ্ছে রাজ্যগুলি তথা দেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন