প্যারিস অলিম্পিক্সে মেডেল না নিয়ে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই সফল হলেন তিনি। হরিয়ানায় জুলানায় কংগ্রেসের প্রতীকে জয়ী হলেন প্রাক্তন কুস্তিগির ভীনেশ ফোগাট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পঞ্চদশ তথা শেষ রাউন্ড গণনার পর ভীনেশ ৬ হাজার ১৫ ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিপরীতে ওই কেন্দ্র বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন যোগেশ কুমার বৈরাগী।
হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এ বার কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন কুস্তিগির ভীনেশ ফোগাট। মঙ্গলবার গণনা শুরুর প্রাথমিক পর্যায়ে যোগেশ কুমার এগিয়ে থাকলেও কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যান ভীনেশ। তৃতীয় রাউন্ডে ফের এগিয়ে যান যোগেশ। সেসময় দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় তিন হাজার। পঞ্চম রাউন্ডে ব্যবধান কিছুটা কমে। সপ্তম রাউন্ডে ৩৮ ভোটে এগিয়ে যায় ভীনেশ। একাদশ রাউন্ডে সেই ব্যবধান বেড়ে হয় ছ’হাজার। চতুর্দশ রাউন্ড শেষেও পাঁচ হাজার ব্যবধান ধরে রাখেন ভীনেশ। অবশেষে পঞ্চদশ তথা শেষ রাউন্ড গণনার পর ৬ হাজার ১৫ ভোটে জয়ী হন ভীনেশ।
অন্যদিকে, মঙ্গলবার হরিয়ানায় ভোট গণনা শুরুর প্রথম দিকে পিছিয়ে ছিল বিজেপি। প্রায় ৬০ আসনে এগিয়ে যায় কংগ্রেস। কিন্তু গণনা এগোতেই বদলায় পরিস্থিতি। এগিয়ে যায় বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ৪৮ টি আসনে, কংগ্রেস ৩৭, আইএনএলডি ও বিএসপির জোট দুই এবং অন্যান্য তিনটি আসনে এগিয়ে।
উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকের ফাইনাল থেকে ফিরতে হয়েছিল ভীনেশকে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশী থাকার কারণে অলিম্পিক ফাইনাল খেলতে পারেননি তিনি। দেশে ফিরেই কুস্তি থেকে অবসর ঘোষণা করেন তিনি। পাশাপাশি, রেলের চাকরিও ছেড়ে দেন। এরপর সক্রিয় ভাবে যোগ দেন রাজনীতিতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে গিয়ে যোগ দেন কংগ্রেসে। তারপরেই হরিয়ানার জুলানা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করে ভীনেশকে। সেই ভীনেশই বিজেপির যোগেশকে ছ’হাজার ভোটে হারিয়ে শেষ হাসি হাসলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন