Himachal Pradesh: আইনি ভাবে হবে গাঁজা চাষ, প্রস্তাব পাশ হিমাচল প্রদেশের বিধানসভায়

People's Reporter: বিশেষ কমিটি বিধানসভায় একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে চিকিৎসা এবং শিল্পের প্রয়োজনে গাঁজা চাষের প্রস্তাব ছিল।
আইনিসম্মত ভাবে গাঁজা চাষ হবে হিমাচল প্রদেশে
আইনিসম্মত ভাবে গাঁজা চাষ হবে হিমাচল প্রদেশেছবি - সংগৃহীত
Published on

আইনি ভাবেই গাঁজা চাষ হবে হিমাচল প্রদেশে। শুক্রবার সে রাজ্যের বিধানসভায় পাশ হল প্রস্তাব। বিশেষ কমিটি বিধানসভায় একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে চিকিৎসা এবং শিল্পের প্রয়োজনে গাঁজা চাষের প্রস্তাব ছিল।

হিমাচলের রাজস্ব মন্ত্রী জগৎ নেগি ছিলেন সেই বিশেষ কমিটির প্রধান। তিনি শুক্রবার বিধানসভায় বলেন, “আগের অধিবেশন চলাকালীন গাঁজা চাষ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। আলোচনার পর মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেন। এই কমিটিকে চিকিৎসা এবং শিল্পের প্রয়োজনে গাঁজা চাষের বিষয়ে জনগণের মতামত এবং প্রতিক্রিয়া সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।"

তিনি আরও জানান, “হিমাচলের প্রতি জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যেরা। গাঁজা কী ভাবে চিকিৎসা এবং শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশের সফল মডেল নিয়েও আলোচনা হয়েছে। তার পরেই আইনি ভাবে গাঁজা চাষের প্রস্তাব দেওয়া হয়েছে।’’

নেগি আরও জানিয়েছেন, এই চাষে জনগণের আপত্তি নেই। এই চাষে খুব বেশি জলের প্রয়োজন হয় না। সে কারণে নতুন করে জল নষ্টের সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতিও কম হয়। উৎপাদিত গাঁজা যাতে চিকিৎসা এবং শিল্পক্ষেত্র ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার না করা হয়, সে দিকেও কড়া নজর রাখবে সরকার।

কৃষি বিভাগ বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়গুলিরর সাথে সমন্বয় করে, গাঁজা চাষের জন্য বীজ ব্যাংক তৈরি করবে। ইতিমধ্যে, অতিরিক্ত কাজ সামলাতে আবগারি দপ্তরে বিশেষ কর্মী দেওয়া হয়েছে।

আইনিসম্মত ভাবে গাঁজা চাষ হবে হিমাচল প্রদেশে
MP: প্রকাশ্য রাস্তায় মহিলাকে ধর্ষণ, ভিডিও রেকর্ড করল জনতা! মধ্যপ্রদেশের ঘটনায় নিন্দায় ঝড়
আইনিসম্মত ভাবে গাঁজা চাষ হবে হিমাচল প্রদেশে
Haryana Election: প্রার্থী তালিকায় বঞ্চিত, মুখ্যমন্ত্রীর সাথে হাত মেলাতে অস্বীকার বিজেপি নেতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in