দেশের 'সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারি'র কথা প্রকাশ করেছে হিন্ডেনবার্গ রিপোর্ট: অরুন্ধতী রায়

একইসঙ্গে, প্রধানমন্ত্রীর সাথে আদানির ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আগে আদানির বিমানে ভ্রমণ করতেন মোদীজি। এখন, মোদীজির সঙ্গে বিমানে ভ্রমণ করেন আদানি।'
সিপিআই (এমএল) লিবারেশনের সভায় বক্তব্য রাখছেন অরুন্ধতী রায়
সিপিআই (এমএল) লিবারেশনের সভায় বক্তব্য রাখছেন অরুন্ধতী রায়ছবি সিপিআই (এমএল) লিবারেশন, পশ্চিমবঙ্গ ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

আদানি ইস্যুতে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় (Arundhati Roy)। শনিবার, পাটনায়, সিপিআই (এমএল) লিবারেশনের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'দেশ চারজন ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এদের মধ্যে দু'জন ক্রেতা, আর বাকি দুইজন বিক্রেতা। এরা সবাই গুজরাটের বাসিন্দা।'

তিনি বলেন, 'মোদীজি মনে করেন, আদানি সম্পর্কে তাঁর কথা বলার দরকার নেই। যেহেতু, সাধারণ মানুষ পাঁচ কেজি রেশনের জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ রয়েছে। কিন্তু, হিন্ডেনবার্গ রিপোর্ট জানিয়েছে এটি ১০০ বিলিয়ন ডলারের কেলেঙ্কারি। এটা দেশের সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারি।'

একইসঙ্গে, প্রধানমন্ত্রীর সাথে আদানির ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আগে আদানির বিমানে ভ্রমণ করতেন মোদীজি। এখন, মোদীজির সঙ্গে বিমানে ভ্রমণ করেন আদানি।'

অরুন্ধতী রায় বলেন, 'যেভাবে সারা দেশে আদানিদের গুদামঘর তৈরি হয়েছে, তা থেকে স্পষ্ট, কৃষি আইনগুলি আনা হয়েছিল আদানি এবং তার সহযোগীদের উপকার করার জন্য।'

তিনি বলেন, 'কখনও আদানির মালিকানাধীন সম্পত্তিতে অভিযান চালানো হয়নি। কিন্তু, ২০০২ সালের গুজরাট দাঙ্গার পিছনে সত্যকে সামনে আনার জন্য মূল্য দিতে হচ্ছে বিবিসি-কে। তবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অফিসে আয়কর হানা নিয়ে 'মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কেন নীরব', তা নিয়ে প্রশ্ন ওঠা দরকার।'

এরপরেই, বিরোধী দলগুলিকে নিয়ে 'ফ্যাসিবাদ বিরোধী' জোট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বুকার জয়ী লেখিকা বলেন, 'বর্তমান সময়ে যখন ৫ শতাংশ মানুষ দেশের ৬০ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করছে, সেখানে এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সমস্ত শক্তিকে একত্রিত করা অপরিহার্য, আবশ্যিক।'

একই সঙ্গে তিনি জানান, 'এটা ভালো লক্ষণ যে, বর্তমান ক্ষমতাসীন শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হওয়ার চেষ্টা করছে। আশা করি, এটি জনআন্দোলনের শক্তি বৃদ্ধিতেও কাজে লাগানো হবে।'

খ্যাতনামা লেখিকা অরুন্ধতী রায়, তাঁর প্রথম উপন্যাস 'দ্য গড অফ স্মল থিংস' (The God of Small Things)-এর জন্য বুকার পুরষ্কার জিতেছেন। একইসঙ্গে তিনি, বেশ কয়েকটি মানবাধিকার আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত।

সিপিআই (এমএল) লিবারেশনের সভায় বক্তব্য রাখছেন অরুন্ধতী রায়
Meghalaya Polls: 'আমি গোরুর মাংস খাই এবং বিজেপিতে আছি, কোনো সমস্যা দেখিনা' - রাজ্য BJP সভাপতি
সিপিআই (এমএল) লিবারেশনের সভায় বক্তব্য রাখছেন অরুন্ধতী রায়
বিরোধীরা একজোট হলে লোকসভা ভোটে BJP ১০০ আসনও পাবে না: নীতিশ কুমার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in