রবিবার, আদানি গোষ্ঠী (Adani Group) দাবি করেছিল, হিন্ডেনবার্গের রিপোর্টে 'ভারতের উপর পরিকল্পিত হামলা' করা হয়েছে। সোমবার, সেই দাবির পাল্টা দিয়েছে- মার্কিন লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ। সংস্থার তরফে বলা হয়েছে, 'জাতীয়তাবাদের নাম করে বা অন্যদিকে নজর ঘুরিয়ে কারচুপিকে লুকোতে পারবে না আদানি গোষ্ঠী, যেগুলি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি।'
গত রবিবার, ৪১৩ পৃষ্ঠার জবাবে আদানি গ্রুপ দাবি করে, 'ভারতীয় আইনি ব্যবস্থা সম্পর্কে কোনও সম্যক ধারণা নেই মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের। ভারতের বাজারে পুঁজি সংগ্রহের প্রক্রিয়া কী ভাবে এগোয়, তা-ও জানে না ওই সংস্থা।'
বিবৃতিতে বলা হয়, 'এটি নিছক কোনো নির্দিষ্ট কোম্পানির ওপর একটি অযৌক্তিক আক্রমণ নয়। বরং, এটি হল স্বাধীন ভারতের প্রতিষ্ঠানের অখণ্ডতা ও গুণমান এবং ভারতের শ্রীবৃদ্ধির উপর পরিকল্পিত হামলা।'
জবাবে হিন্ডেনবার্গ জানিয়েছে, 'বিবৃতিতে খুব সম্ভবত মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই জাতীয়তাবাদকে টেনে আনছে আদানি শিল্পগোষ্ঠী। আদানির বিবৃতি "ফোকাসকে মূল বিষয়গুলি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং পরিবর্তে একটি জাতীয়তাবাদী আখ্যান তৈরি করেছে"।
একইসঙ্গে আদানিদের ‘দেশের উপর আক্রমণে’র অভিযোগকে বিদ্রুপ করে বলা হয়েছে, 'নিজের এবং সংস্থার উল্কাসম উত্থানকে ভারতের সাফল্যের সঙ্গে গুলিয়ে ফেলেছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি।'
হিন্ডেনবার্গ আরও জানিয়েছে, 'আদানিদের বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। স্পষ্ট করে বলতে গেলে, আমরা ভারতের গণতন্ত্রের উপর আস্থা রাখি। ভারত শীঘ্রই বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় ঢুকতে চলেছে।'
এরপরে, আদানিদের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে অনড় মনোভাব দেখিয়ে তারা বলে, 'আমরা বিশ্বাস করি কারচুপি কারচুপিই, তা সে যে-ই করে থাকুন না কেন।'
সম্প্রতি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্টে দাবি করে, কারচুপি করে শেয়ারের দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। বিদেশী আর্থিক সংস্থা এবং মার্কিন বন্ডে সম্পদ লেনদেন করেছে এই গোষ্ঠী। সেই লেনদেন স্বচ্ছ নয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই দেশবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। মুখ থুবড়ে পড়েছে আদানি গোষ্ঠীর ৫টি সংস্থার শেয়ার। এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের টাকায় গড়ে ওঠা বীমা সংস্থা - LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া)। প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর ৫টি সংস্থাতেই বিশাল বিনিয়োগ রয়েছে ভারতীয় এই বীমা সংস্থার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন