সম্প্রতি Indian Penal Code (IPC), Indian Evidence Act (IEA) এবং Criminal Procedure Code (CrPC)-এর হিন্দি নামকরণ করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে এক কথায় 'সংবিধান বিরোধী' বলল মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন। এই নিয়ে শুক্রবার একটি প্রস্তাবপত্র পাশ করেছে অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবিধানের এই আইনি পরিভাষাগুলির স্বাভাবিক ইংরেজি নামই অপরিবর্তিত রাখার পক্ষে সায় দিয়েছে তামিলনাড়ুর ওই আইনজীবীদের সংগঠন।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে ভারতীয় সংবিধানের তিন প্রধান আইনি পরিভাষার ইংরেজি নামকে হিন্দিতে অনুবাদ করে নয়া নামকরণ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১১ আগস্ট লোকসভায় ব্রিটিশ আমলের ওই তিন আইনি নামের বদলে তিনটি নয়া বিল পেশ করেছে কেন্দ্র। যেখানে IPC-এর নাম বদলে ‘ভারতীয় ন্যায় সংহিতা বিল’, CrPC-এর নাম বদলে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা বিল’ এবং IEA-এর নাম বদলে ‘ভারতীয় সুরক্ষা বিল’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার সেই ‘অনুবাদ’ সরাসরি সংবিধান বিরোধী বলে নিজেদের অবস্থান স্পষ্ট করল মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন।
ভারতীয় সংবিধানের তিন অপরাধমূলক আইনি পরিভাষার হিন্দিতে নামকরণ করা নিয়ে গত ২৩ আগস্ট অ্যাসোসিয়েশনে একটি সাধারণ সভা বসে। সেই সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি.আর কমলাথন এবং সম্পাদক ডি. শ্রীনিবাসন। ওই বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি সংবিধান বিরোধী। এবং ওই বিলগুলি সংক্রান্ত একগুচ্ছ পরামর্শ/মতামত খুব শীঘ্রই কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং আইনগুলির আদি ইংরেজি নাম অপরিবর্তিত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার জন্য অনুরোধ করা হবে।”
উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও কয়েকদিন আগেই তিন ফৌজদারি আইনের জায়গায় নয়া তিন বিলের প্রস্তাব নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন। তিনি জানান, “আরও একবার হিন্দি ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছে। আমাদের পরিচয়কে হিন্দি ভাষার সঙ্গে বদলে দেওয়ার যে দুঃসাহসী চেষ্টা করছে বিজেপি, তার দৃঢ়ভাবে বিরোধীতা করা হবে।”
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন