Sikkim: ভয়ংকর ধস সিকিমে, গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও

People's Reporter: উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। ফলে ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল।
ভয়ংকর ধস সিকিমে
ভয়ংকর ধস সিকিমেছবি - সংগৃহীত
Published on

ভয়ংকর ধস সিকিমে। যার জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। যদিও এই ধসের জেরে কোনো হতাহতের খবর মেলেনি। মঙ্গলবার সেই ভয়ংকর ধসের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে সিকিমের বালুতার নামের এলাকায় ধস নেমেছে। স্থানীয় সূত্রে খবর, এর জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ধসের জেরে পাহাড়ের বিশাল অংশ ভেঙ্গে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। ফলে ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল। যার জেরে নিরাপত্তার কারণে কর্মীদের আগেই ওই এলাকা সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ফলে কোনো হতাহতের খবর মেলেনি। তবে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, ২০২৩ সালে সিকিমে লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার এই বাঁধটি। এরপর থেকেই বাঁধটি অচল অবস্থাতেই ছিল। তবে জলবিদ্যুৎ কেন্দ্রটি সচল অবস্থাতেই রয়েছে। সেখানেই ফের বিপর্যয় ঘটেছে মঙ্গলবার।

ভয়ংকর ধস সিকিমে
Wayanad: ওয়াইনাডে ক্ষতিগ্রস্তদের ঋণ মকুব করা হোক - ব্যাঙ্কগুলিকে আবেদন কেরালার মুখ্যমন্ত্রীর
ভয়ংকর ধস সিকিমে
Bihar: বিহারে ১,৭১০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতু তিন বছরে তিনবার ভেঙে পড়ল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in