মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা অরবিন্দ সাওয়ান্তের বিতর্কিত মন্তব্য নিয়ে শিবসেনা মহাযুতি প্রার্থী শাইনা এন সি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ করেছেন। শাইনা এন সি সম্প্রতি এক্স-এ পোস্ট করে লেখেন, "আমি মহিলা, কোনও মাল নই।"
বিতর্কের সূত্রপাত ঘটে সাওয়ান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে। মুম্বাদেবী আসন থেকে ফ্যাশন ডিজাইনার শাইনার প্রার্থী হওয়ার পর কটাক্ষের সুরে সাওয়ান্ত বলেন, "ইম্পোর্টেড মাল এখানে চলে না, আসল মালই চলে।" সাওয়ান্তের এই মন্তব্য সামাজিক মাধ্যমে নিন্দিত হয় এবং শাইনা এন সিও তাঁর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
শাইনা বলেন, এই ধরনের ভাষা ব্যবহার করা নারীদের প্রতি অবমাননাকর। আমার প্রার্থী হওয়া নিয়ে কোনও নেতার সার্টিফিকেট দরকার নেই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় নারীর সম্মান রক্ষা করে এসেছি।
সাওয়ান্তের মন্তব্যের পর অনেকেই শাইনার পাশে দাঁড়িয়েছেন। বিশিষ্টজনদের মতে, এই ধরনের মন্তব্য শুধু শাইনার নয়, সমস্ত মহিলাদের প্রতি অসম্মানজনক। এমন মন্তব্যের জেরে মহারাষ্ট্রে মহিলাদের নিরাপত্তা এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
রাজনীতিবিদদের একটি অংশও এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। বিতর্কের মুখে পরে ক্ষমা চেয়েছেন অরবিন্দ সাওয়ান্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন