প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গত প্রায় একমাস ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
গত কয়েক বছরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে সীতারাম ইয়েচুরির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একাধিকবার প্রকাশ্যে এসেছে। ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক সহ একাধিক সমাবেশে একসাথে দেখা গেছে দু’জনকে। ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সীতারাম ইয়েচুরি আমার বন্ধু ছিলেন। গভীর উপলব্ধি সহ ভারতের মূল আদর্শের রক্ষক। আমরা যে দীর্ঘ আলোচনা করতাম তা আমি খুব মিস করব। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।“
বৃহস্পতিবার বিকেল ৩.০৩ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সী প্রবীণ এই বাম নেতা। চিকিৎসাবিজ্ঞানে গবেষণার জন্য দিল্লির এইমস হাসপাতালকেই তাঁর দেহ দান করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করে বলেছেন, "সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। ছাত্রনেতা হিসেবে শুরু। এরপর জাতীয় স্তরের রাজনীতি, দক্ষ সাংসদ হিসেবে দেশের রাজনীতিতে তিনি এক অনন্য ও প্রভাবশালী কন্ঠ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। একটি নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী থাকা সত্ত্বেও, তিনি পার্টি লাইন ছাড়িয়ে অনেক বন্ধু পেয়েছিলেন।"
আর এক প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা এক্স হ্যান্ডেলে লেখেন, “একজন আদ্যন্ত ভদ্রলোক এবং অটল প্রত্যয়ের মানুষ। শান্তিতে যান ইয়েচুরি। ভারতীয় রাজনীতি আপনাকে এবং আপনি যে মূল্যবোধের জন্য বেঁচে ছিলেন তাকে মিস করবে।“
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, "জনসেবার কাজে উৎসর্গ করা তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি নিজেকে একজন পোক্ত পার্লামেন্টারিয়ান হিসাবে আলাদা করেছিলেন। তিনি তাঁর জ্ঞান এবং বক্তব্যের জন্য পরিচিত ছিলেন। তিনি আমার বন্ধুও ছিলেন, যার সাথে আমার বেশ কিছু কথাবার্তা হয়েছিল। আমি সবসময় সেই কথোপকথন স্মরণ করবো। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা রইল।"
অভিনেত্রী স্বরা ভাস্কর লেখেন, “সীতারাম ইয়েচুরি স্যারের অকাল প্রয়াণে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। হৃদয় ভারাক্রান্ত। প্রগতিশীল রাজনীতির এক বিশাল ব্যক্তিত্ব ছিলেন, অনেক তরুণের পরামর্শদাতা ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। লাল সেলাম কমরেড, রেস্ট ইন পাওয়ার।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন