সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য কাণ্ডে ক্ষমা চাইবেন না বলে ফের স্পষ্ট জানিয়ে দিলেন এম কে স্ট্যালিন পুত্র তথা তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। ২০২৩ সালে করা তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে আবারও দাবি করেন তিনি।
সোমবার একটি অনুষ্ঠানে যোগ দেন উদয়নিধি। সেখানেই তিনি এই মন্তব্য করেন। উদয়নিধি জানান, "আমার কথাগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে। শুধু তামিলনাড়ুতেই নয়, ভারতের বিভিন্ন আদালতে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা আমাকে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি। আমি কালাইগনারের নাতি, আমি ক্ষমা চাইব না"।
তিনি আরও বলেন, 'মহিলাদের পড়াশোনা করতে দেওয়া হতো না। এমনকি বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না। আর স্বামীর মৃত্যু হলে তাঁদেরকেও মরে যেতে হতো। এসবের বিরুদ্ধে কথা বলেছেন থানথাই পেরিয়ার। পেরিয়ার এবং কালাইগনার যা বলেছিলেন সেটাই আমি তুলে ধরেছি'।
প্রসঙ্গত, গত বছর স্ট্যালিনপুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেন। তিনি বলেছিলেন, 'সনাতন ধর্ম সামাজিক বিচারের ধারণার বিরোধী। একে অবিলম্বে দেশ থেকে নির্মূল করে দেওয়া উচিত'। সেই সময় ছেলের পাশে দাঁড়িয়েছিলেন এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'একদল মানুষ আছেন যাঁরা এখনও জাতিগত বৈষম্যকে প্রচার করেন আর মহিলাদের অসম্মান করেন। সনাতনের নামে ‘মেয়েদের চাকরি করতে নেই বা বিধবা মহিলাদের আবার বিয়ে করতে নেই’ বলে কিছু মানুষ এখনও মহিলাদের অসম্মান করেন। আর সেই সনাতন নিয়ে প্রচারিত ভুল তথ্য সম্পর্কে মন্ত্রীর (উধয়নিধি) মন্তব্য বিজেপিপন্থী শক্তিদের একদম পছন্দ হয়নি'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন