আরিয়ান খান মাদক কান্ড নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তাঁর কথায় শাহরুখ খান যদি এখন বিজেপিতে যোগ দেন, তাহলে মাদক চিনির গুঁড়োতে পরিণত হয়ে যাবে।
সম্প্রতি মুম্বাইয়ের এক প্রমোদতরীতে হওয়া মাদক পার্টি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। এনসিবির দাবি জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন আরিয়ান খান। পার্টি থেকে অনেক মাদকও বাজেয়াপ্ত করেছে এনসিবি।
শনিবার দলীয় একটি অনুষ্ঠানে এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী ছগন ভুজবলের অভিযোগ, আদানি অধিকৃত গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে সম্প্রতি ৩ হাজার কেজি মাদক উদ্ধার করা হয়েছে। এই বিষয়টির তদন্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা শাহরুখ খানের পিছনে পড়ে রয়েছে। শাহরুখ খান যদি এখনই বিজেপিতে যোগ দেন তাহলে মাদক চিনির গুঁড়োতে পরিণত হবে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছগন ভুজবল আরো বলেছেন, ওবিসি কোটা নিয়ে একটি অর্ডিন্যান্স পাস করেছে মহারাষ্ট্র সরকার। তবে বিজেপির এক কর্মকর্তা এই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন