স্বদেশি এবং আত্মনির্ভরতাই মূল কথা। কমাতে হবে চিনের প্রতি নির্ভরশীলতা। তা না হলে চিনের কাছে মাথা নত করে থাকতে হবে। রবিবার মুম্বইয়ের একটি স্কুলে ৭৫তম স্বাধীনতা দিবসে এমনটাই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত। তিনি সেখানে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্যও রাখেন। সেই বক্তব্যেই চিনের প্রতি নির্ভরশীলতা কমানোর বার্তা দেন তিনি।
মোহন ভগবতের কথায়, 'আমরা একটু বেশি ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার করি। তবে সেই প্রযুক্তি আমাদের দেশে নেই। আসে বাইরে থেকে।' এরপরই আরএসএস প্রধান মোবাইল ব্যবহারের প্রসঙ্গ তোলেন। তাঁর প্রশ্ন, মোবাইল কোথা থেকে আসছে? চিনের উপর নির্ভরশীলতা বাড়লে আমাদের চিনের সামনে মাথা নত করতে হবে। আর্থিক নিরাপত্তা দরকার ঠিকই। তবে প্রযুক্তির ব্যবহার নিয়ে আমাদের নিজেদের শর্তে চলতে হবে।'
মোহন ভাগবত বিষয়টি স্পষ্ট করে বলেন, 'স্বনির্ভর হতে হবে। স্বনির্ভরতার অর্থ সব বিদেশি জিনিস বর্জন নয়। আন্তর্জাতিক বাণিজ্য চলতে থাকবে, কিন্তু সেটা হবে আমাদের শর্তে।' দেশ যে আন্তর্জাতিক ব্যবসা এবং অর্থনীতির পক্ষে, তা উল্লেখ করে জানান, গ্রামে উৎপাদন হবে। জনগণের জন্য নয়, জনগণের মাধ্যমে উৎপাদন হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন