‘অল্পশিক্ষিত’ প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক - জেল থেকে চিঠি লিখলেন মণীশ সিসোদিয়া

দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, ‘মোদী বিজ্ঞান বোঝেন না। তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন না।’
মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়ামণীশ সিসোদিয়ার ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

‘নরেন্দ্র মোদী বিজ্ঞান বোঝেন না। শিক্ষার গুরুত্ব বোঝেন না। তাঁর মতো একজন ‘অল্পশিক্ষিত’ প্রধানমন্ত্রী থাকা দেশের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’। এবার জেলে বসেই জাতির উদ্দেশ্যে চিঠি লিখে একথা জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। আদালত সাফ জানিয়ে দিয়েছে, মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনার প্রয়োজন নেই।

সেই রায়ের পর কেজরিওয়াল প্রশ্ন তুলেছিলেন, ‘দেশের মানুষের কি জানার অধিকার নেই প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত?’ সেই রেশ না কাটতে, এবার মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন মণীশ সিসোদিয়া। জেল থেকে জাতির উদ্দেশে চিঠি লিখে জানালেন, ‘অল্পশিক্ষিত’ প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক।'

মোদীকে নিশানা করে দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, ‘মোদী বিজ্ঞান বোঝেন না। তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন না।’ সঙ্গে, কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি জানান, ‘গত কয়েক বছরে সারা দেশে ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কারণ প্রধানমন্ত্রী শিক্ষাটাকে গুরুত্বই দেন না।’ এরপরেই তিনি বলেন, ‘ভারতের উন্নতির জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন।’

খোলা চিঠিতে মণীশ সিসোদিয়া বলেন, ‘আজ আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি। সারা বিশ্বে প্রতিদিনই বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ঘটছে। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছে...এই প্রেক্ষিতে, আমি যখন প্রধানমন্ত্রীকে বলতে শুনি যে ড্রেন থেকে নোংরা গ্যাস চা বা খাবার তৈরিতে ব্যবহার করা যেতে পারে, তখন আমার হৃদয় ডুবে যায়।’

সিসোদিয়া আরও বলেন, ‘এই গ্যাস কি চা বা খাবার তৈরিতে ব্যবহার করা যাবে? না! সারা বিশ্বে তিনি (মোদী) হাসির পাত্র হয়ে উঠেছেন। যখন তিনি বলেন, মেঘের আড়ালে বিমান উড়লে, তা রাডার দ্বারা সনাক্ত করা যায় না। এই কথা শুনে স্কুল-কলেজের পড়ুয়ারাও ওঁকে নিয়ে হাসাহাসি করে। তাঁর (মোদীর) এ ধরনের মন্তব্য দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।’ 

চিঠিতে প্রশ্ন তুলে সিসোদিয়া বলেন, ‘আজ দেশের যুবসমাজ উচ্চাকাঙ্ক্ষী…এরা বিশ্ব জয় করতে চায়। একজন স্বল্প শিক্ষিত প্রধানমন্ত্রীর কি এই আকাঙ্খা পূরণ করার ক্ষমতা আছে?’

এরপরে, জনগণকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, ‘দেশের জনসংখ্যা বাড়ছে এবং তাই সরকারি স্কুলের সংখ্যাও সেইমতো হওয়া উচিত। কিন্তু, সারা দেশে এদের আমলে (কেন্দ্রের মোদী সরকার) ৬০,০০০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, যা খুবই উদ্বেগজনক। কারণ, এটি দেখায় যে-শিক্ষা তাদের জন্য অগ্রাধিকার নয়...। আমার ভারত কীভাবে এভাবে সমৃদ্ধ হবে?’

মণীশ সিসোদিয়া
রাহুল নয়, OBC-কে অপমান করেছেন নাড্ডা; মোদী পদবী বিতর্কে BJP সভাপতিকে আইনি চিঠি দিল OBC মহাসভা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in