'নতুন প্রতীক নিন, জনগণ মেনে নেবে', ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে উদ্ধবকে পরামর্শ শরদ পাওয়ারের

পাওয়ার বলেন, "এটা (দলের নাম এবং প্রতীক হারানো) কোনও বড় প্রভাব ফেলবে না। মানুষ নতুন প্রতীক মেনে নেবে। আগামী ১৫-৩০ দিন শুধু এই ঘটনা আলোচনায় থাকবে। তার পর সবাই ভুলে যাবে।"
'নতুন প্রতীক নিন, জনগণ মেনে নেবে', ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে উদ্ধবকে পরামর্শ শরদ পাওয়ারের
Published on

নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার নাম এবং ‘ধনুক ও তীর’ প্রতীক খুইয়েছেন উদ্ধব ঠাকরে। যা নিয়ে অত্যন্ত ক্ষুব্দ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে মেনে নেওয়ার পাশাপাশি ঠাকরেকে দলের জন্য নতুন প্রতীক নেওয়ার পরামর্শ দিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) প্রধান শরদ পওয়ার।

এনসিপি প্রধানের দাবি, উদ্ধব ঠাকরে দলের নাম ও প্রতীক হারালেও, এটি জনগণের মনে বিশেষ প্রভাব ফেলবে না। জনগণ নতুন প্রতীক গ্রহণ করে নেবে বলেও তিনি দাবি করেন।

এনসিপি প্রধান বলেন, ‘এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একবার সিদ্ধান্ত দিলে সেখানে আর কোনও আলোচনা চলতে পারে না। এটা মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নিন। এটা (দলের নাম এবং প্রতীক হারানো) কোনও বড় প্রভাব ফেলবে না। মানুষ নতুন প্রতীক মেনে নেবে। আগামী ১৫-৩০ দিন শুধু এই ঘটনা আলোচনায় থাকবে। তার পর সবাই ভুলে যাবে।’

শুক্রবারই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, দলের নাম 'শিবসেনা' এবং দলীয় প্রতীক 'তির-ধনুক' এখন একনাথ সিন্ধের 'সম্পত্তি'। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে 'গণতন্ত্রের হত্যা' বলে অভিহিত করেছেন উদ্ধব ঠাকরে। নির্বাচন কমিশনকে 'বিজেপির এজেন্ট হিসাবে কাজ করার' অভিযোগ করেছেন তিনি।এরপরই এই মন্তব্য করেছেন পওয়ার।

১৯৭৮ সালে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল কংগ্রেস। লোকসভায় ১৫৩ সাংসদের মধ্যে ৭৬ জনের সমর্থন হারানোর পর, দলের প্রতীকও হারাতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তখন নতুন প্রতীক বেছে নেন ইন্দিরা। সেই প্রসঙ্গ টেনে এদিন পওয়ার জানান, 'উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নতুন প্রতীকও মানুষ গ্রহণ করবে, যেভাবে তারা কংগ্রেসের নতুন প্রতীককে গ্রহণ করেছিল।'

শরদ পওয়ার বলেন, 'আমার মনে আছে, ইন্দিরা গান্ধীও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। কংগ্রেসের কাছে 'হাল-সহ দু'টি বলদ'-এর প্রতীক ছিল। ওই প্রতীক হারানোর পর ইন্দিরা নেতৃত্বাধীন কংগ্রেস নতুন প্রতীক হিসাবে 'হাত' চিহ্ন বেছে নেয়। সাধারণ মানুষ তা ভালভাবেই মেনে নেয়। একই ভাবে, এই ক্ষেত্রেও (উদ্ধব ঠাকরে গোষ্ঠীর) নতুন প্রতীক গ্রহণ করবে মহারাষ্ট্রের মানুষ।' 

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে ঠাকরে বলেন, 'ওরা (একনাথ সিন্ধে গোষ্ঠী) শিবসেনার প্রতীক চুরি করে নিয়েছে। তবে আমরাও হার মানব না, আশা ছাড়ব না এবং লড়াই জারি রাখব। আপাতত যা চুরি করেছে, তা নিয়েই খুশি থাক সিন্ধে। মনে রাখবেন, একবার যে বিশ্বাসঘাতকতা করে, সে সর্বদা বিশ্বাসঘাতকই রয়ে যায়।'

কেন্দ্রের মোদী সরকারকেও একহাত নিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং এ বার দেশে একনায়ক তন্ত্র ঘোষণা করুন। কারণ দেশে গণতন্ত্রের কণামাত্র অবশিষ্ট নেই।'

'নতুন প্রতীক নিন, জনগণ মেনে নেবে', ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে উদ্ধবকে পরামর্শ শরদ পাওয়ারের
Shiv Sena: 'তীর ধনুক' প্রতীক হারিয়ে এবার সুপ্রিম কোর্টের পথে উদ্ধব ঠাকরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in