‘অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে’ জনগণকে সাহায্যের জন্য ওয়েবসাইট চালু করছেন কপিল সিবাল

সিবাল বলেন, ‘দেশের মানুষ আজ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবিচারের শিকার। ন্যায় বিচার পাওয়া তাঁদের অধিকারের মধ্যে পড়ে। তাই, তাঁদের জন্য 'ইনসাফ কে সিপাহি' নামে একটি ওয়েবসাইট চালু করা হবে।’
কপিল সিবাল
কপিল সিবালছবি সংগৃহীত
Published on

দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের করার কথা ঘোষণা করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ‘দেশের মানুষ আজ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবিচারের শিকার। ন্যায় বিচার পাওয়া তাঁদের অধিকারের মধ্যে পড়ে। তাই, তাঁদের জন্য 'ইনসাফ কে সিপাহি' নামে একটি ওয়েবসাইট চালু করা হবে।’

এই উদ্যোগে সাহায্য করার জন্য বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের ও দলগুলিকে সাহায্য করার জন্য আবেদন করেছেন তিনি।

জানা যাচ্ছে, আগামী ১১ মার্চ, দিল্লির যন্তর মন্তরে এই ওয়েবসাইট উদ্বোধন করবেন সিবাল। এদিনই, দেশের জন্য একটি ভিশন ডকুমেন্টও উন্মোচন করার কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী।

তিনি জোর দিয়ে বলেন, এটি কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়। এটি একটি সামাজিক আন্দোলন।

তিনি বলেন, 'আগে দেশের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আইনজীবীরা অগ্রগণ্য ছিলেন। কিন্ত, এখন আইনজীবীরা নীরব। আমি জানতে চাই, এই পরিস্থতি কেন?’

রাজ্যসভার সাংসদ বলেন, ‘আইনজীবীদের তাঁদের আওয়াজ তুলতে হবে। আমি একটি আন্দোলন শুরু করতে চাই। কারণ, ব্যবসা, সাংবাদিকতা, দেশের সাধারণ মানুষ এবং বিরোধীদের উপর - সর্বত্রই অবিচার চলছে।’

তিনি জানান, সকল ক্ষেত্রেই দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষকে সাহায্যের জন্য আইনজীবীরা থাকবেন।

অভিযোগের সুরে এদিন সিবাল জানান, ‘দেশের নির্বাচিত সরকার এখন অস্থিতিশীল অবস্থায় হয়েছে। এবং ইডির ১২১ টি মামলার মধ্যে ১১৫ টি রয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে।’

কপিল সিবাল
Tripura: ৪ দিনে ৬৬৮টি হিংসার ঘটনায় আহত শতাধিক, নিহত ৩ - বিজেপির বিরুদ্ধে অভিযোগ CPIM-এর
কপিল সিবাল
ভোট চাইতে এলে BJP নেতাদের জুতো দিয়ে মারুন, জনগণকে নিদান রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in