শুক্রবার, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একের পর এক টুইট বার্তায় ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন সোনিয়া কন্যা।
একসময়, রাহুল গান্ধীকে ভারতীয় রাজনীতির ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। সেকথা স্মরণ করিয়ে এদিন প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘নরেন্দ্র মোদী, আপনার দালালরা একজন শহীদ প্রধানমন্ত্রীর ছেলেকে বিশ্বাসঘাতক, মীর জাফর বলেছে।’
অন্য এক টুইট বার্তায়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘(মোদী) আপনার এক মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের রীতি অনুসরণ করে, একটি ছেলে তার বাবার মৃত্যুর পরে তার পরিবারের ঐতিহ্য বজায় রেখে পাগড়ি পরে। পুরো পরিবার এবং কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে অপমান করে, আপনি জিজ্ঞাসা করেছিলেন কেন তারা পাগড়ি পরেন? নেহেরুর নাম কেন ব্যবহার করি না? কিন্তু কোনো বিচারক আপনাকে দুই বছরের সাজা দেননি। আপনাকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করেননি...। একজন সত্যিকারের দেশপ্রেমিকের মতো আদানির লুট নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল জি।’
এরপরে, প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুলে বলেন, 'নীরব মোদী এবং মেহুল চোকসিকে নিয়ে প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। আপনার (নরেন্দ্র মোদীর) বন্ধু গৌতম আদানি কি দেশের পার্লামেন্ট এবং ভারতের জনগণের উপরে কি, যার লুট নিয়ে প্রশ্ন করায় আপনি বিমর্ষ হয়েছিলেন?’
পরিশেষে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আপনি (মোদী) আমার পরিবারকে রাজবংশবাদী বলছেন। কিন্তু মনে রাখবেন যে এই পরিবার তাদের রক্ত দিয়ে ভারতের গণতন্ত্রকে উর্বর করেছে, যা আপনি ধ্বংস করার চেষ্টা করছেন। এই পরিবারই ভারতের জনগণের পক্ষে আওয়াজ তুলেছে এবং পুরো প্রজন্ম ধরে সত্যের জন্য লড়াই করেছে। আমাদের রক্তে একটা বিশেষত্ব আছে। তোমার মত কাপুরুষ, ক্ষমতার ক্ষুধার্ত স্বৈরশাসকের সামনে আমরা কখনো মাথা নত করিনি আর, কখনো তা করব না। তোমার যা খুশি তাই করো।'
এদিকে, রাহুল গান্ধীর সাংসদপদ বাতিল নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
টুইটারে তিনি বলেন, 'যেভাবে বিজেপি রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের টার্গেট করতে মানহানির মামলা করছে এবং তাঁদের অযোগ্য ঘোষণা করছে, তা অতন্ত্য নিন্দনীয়। তাঁরা বিরোধীদের বিরুদ্ধে ইডি/সিবিআই-এর চরম অপব্যবহার করছে। এই ধরনের স্বৈরাচারী হামলাকে প্রতিহত করুন এবং পরাজিত করুন।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন