আদানি-চীন নিয়ে 'মৌন কি বাত' চলছে, ‘Mann ki Baat’-এর ১০০ পর্বের আগে মোদীকে কটাক্ষ কংগ্রেসের

জানা যাচ্ছে, ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ পর্বকে স্মরণীয় করে রাখতে, ১০০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি
Published on

৩০ এপ্রিল, চলিতে মাসের শেষ রবিবার রেডিওতে অনুষ্ঠিত হবে ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চলছে অতিপ্রচার। আর, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে কংগ্রেস।

মঙ্গলবার, এক টুইট বার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক (জনসংযোগ) জয়রাম রমেশ লিখেছেন, ‘৩০ এপ্রিল, ১০০তম 'মন কি বাত' অনুষ্ঠানের প্রচারে ‘ওভারটাইম’ কাজ করছে প্রধানমন্ত্রীর শক্তিশালী প্রচার দল। অন্যদিকে আদানি, চীন, সত্যপাল মালিকের উদ্ঘাটন, মাঝারি ও ক্ষুদ্র শিল্প ধ্বংস-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে 'মৌন কি বাত' (নীরবতা) চলছে।’

জানা যাচ্ছে, ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ পর্বকে স্মরণীয় করে রাখতে, ১০০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি, মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) রোহতেক। সোমবার, সেই সমীক্ষার রিপোর্ট তুলে ধরে সংস্থার অধিকর্তা ধীরাজ শর্মা বলেন, দেশ জোড়া বিপুল জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর এই বার্তা জ্ঞাপক অনুষ্ঠান। 

সমীক্ষা রিপোর্ট তুলে ধরে তিনি জানান, দেশের প্রায় প্রায় ২৩ কোটি মানুষ নিয়মিতভাবে ‘মন কি বাত’ অনুষ্ঠান রেডিয়োয় শোনেন অথবা টিভিতে দেখেন। যার মধ্যে ব্যবসায়ী, স্বনির্ভরশীল গোষ্ঠীর লোকজন, শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাজগতের বিশিষ্ট ব্যক্তি, ছাত্র-ছাত্রী, গৃহবধূরাও রয়েছেন। শ্রোতাদের মধ্যে ১৯ বছর থেকে ৩৪ বছরের বয়সি শ্রোতার সংখ্যাই সবচেয়ে বেশি। তাঁদের মধ্যে ৬৫ শতাংশ মানুষ হিন্দিতে এবং ১৮ শতাংশ মানুষ ইংরেজিতে এই অনুষ্ঠান শুনতে পছন্দ করেছেন।

এছাড়া, টিভিতে এই অনুষ্ঠান দেখেছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৪.৭ শতাংশ মানুষ। ৩৭.৬ শতাংশ মানুষ অনুষ্ঠান দেখেছেন মোবাইলে। এবং, মাত্র ১৭.৬ শতাংশ মানুষ এই অনুষ্ঠান শুনেছেন রেডিওতে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in