এক বছরের মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রত্যাবর্তন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তারের। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দেন। গত বছর কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন জগদীশ শেত্তার।
বিধানসভা নির্বাচনে জগদীশ শেত্তারকে টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান করেছিলেন এই বর্ষীয়ান নেতা। কংগ্রেসে যোগদানের পর তিনি কর্ণাটকের হুবলি-ধারওয়াদ কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু জিততে পারেননি। বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে ৩৪ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। হারার পর তিনি "অর্থ শক্তি এবং চাপের কৌশল"-কে দায়ী করেন।
বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদানের পর শেত্তার বলেন, "একজন সিনিয়র নেতা হিসাবে আমি ভেবেছিলাম, বিজেপি আমাকে টিকিট দেবে। কিন্তু যখন আমি জানলাম যে আমি টিকিট পাচ্ছি না, আমি খুব হতবাক হয়েছিলাম। কেউ আমার সাথে কথা বলেনি বা বোঝানোর চেষ্টাও করেনি। আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন