জেট এয়ারওয়েজের নতুন মালিকরা আর পুরনো কর্মীদের নিয়োগ দিতে চান না। জেট এয়ারওয়েজের নতুন মালিক মুরারীলাল জালান নতুন করে সবকিছু সাজাতে একটি বৈঠকের ডাক দিয়েছেন। কিন্তু তিনি আগেই জানিয়ে দিয়েছেন, নতুন করে পুরনো সব কর্মীদের নিয়োগ করা সম্ভব নয়।
অল ইন্ডিয়া জেট এয়ারওয়েজ অফিসার এবং স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতি এই বিষয়টি নিয়ে অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠিও পাঠানো হয়েছিল। মূলত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, গ্যাচুইটি, পেরোলের দাবিতে এই চিঠি পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। ২ বছর আগে জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পর সাড়ে ৩ হাজার কর্মী রয়েছে। চলতি বছরের জুন মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল একটি রেজোলিউশনের পরিকল্পনা করে। সেই সময় পুরনো কর্মীদের মনে আশার সঞ্চার হয় যে, উড়ান শুরু হলে তাঁদের পুনরায় কাজে বহাল করা হবে।
কনসর্টিয়ামে কর্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আগামীদিনে জেট এয়ারওয়েজ নিজের উড়ান শুরু করলে আবার নতুন করে ইতিহাস তৈরি হবে। কিন্তু সকলকে পুনরায় কাজে রাখা সম্ভব হবে না। তবে আগামী দিনে কোম্পানি সকলকে সম্মানের সঙ্গে আরও অনেক কাজে লাগানো হবে তাঁদের। প্রত্যেক কর্মীকে ক্ষতিপূরণ বাবদ ১১ হাজার টাকা ক্যাশ এবং ২২, ৮০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও ফোন বা ল্যাপটপ দেওয়া হবে। এছাড়াও ০.৫ শতাংশ ইক্যুইটি শেয়ার কর্মীদের দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। সব কর্মীদের জন্য একটি ওয়েলফেয়ার ট্রাস্টও গঠন করা হবে। এই প্রস্তাবগুলো সংস্থার ৯৫ শতাংশ কর্মী মেনে নিয়েছেন বলে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন