মুদ্রাস্ফীতি নিয়ে মাথা ঘামাতে রাজি নয় মোদী সরকার। বুধবার, সেকথা আবার স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দিল্লিতে ইন্দো-মার্কিন বাণিজ্যিক সম্মলেন নির্মলা সীতারামন জানান, মুদ্রাস্ফীতির চেয়ে সরকারের কাছে বেশি অগ্রাধিকার হল কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ বন্টন।
মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে বারে বারে নিশানা করেছে বিরোধী দলগুলি। বাদল অধিবেশন চলাকালীন একাধিকবার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সিপিআই(এম)-কংগ্রেসসহ বিরোধী দলের সাংসদরা। কিন্তু, তা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় কেন্দ্র।
বুধবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রসঙ্গে জানান, ‘অবশ্যই কিছু লাল অক্ষরের (অগ্রাধিকার) বিষয় আছে। আর তা হল - চাকরি এবং সম্পদের সমবণ্টন নিশ্চিত করা। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির শ্রীবৃদ্ধিতে এই পথেই এগিয়ে যাবে ভারত।’
ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের ইন্ডিয়া আইডিয়াস সামিটে অর্থমন্ত্রী বলেন, ‘সে অর্থে মূল্যস্ফীতি লাল অক্ষরের (অগ্রাধিকার) বিষয় নয়। আমি আশা করি, এটি শুনে আপনারা অবাক হবেন না। গত কয়েক মাসে আমরা এটিকে (পড়ুন- মূল্যস্ফীতি) পরিচালনাযোগ্য পর্যায়ে নিয়ে আসতে পেরেছি।’
এদিন তথ্য সুরক্ষা বিল (Data Privacy Bill) নিয়ে সীতারামন বলেন, ‘কিছু ত্রুটির কারণে আগের বিলটি প্রত্যাহার করা হয়েছিল।’ তিনি জানান, ‘সংশ্লিষ্ট মন্ত্রী তথ্য সুরক্ষা বিল নিয়ে কাজ করছেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বস্ত করেছেন যে, খুব শীঘ্রই আমাদের কাছে নতুন তথ্য সুরক্ষা বিল আসছে। এটি আমাদের সকল উদ্বেগ ও পরামর্শ মেনে নতুন সমাধানের পথ খুলে দেবে।’
চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে জি-২০ (G20) সম্মেলন। তা নিয়ে প্রশ্ন করা হলে নির্মলা জানান, ভারত খুব চ্যালেঞ্জিং সময়ে G20 চেয়ার গ্রহণ করবে। তবে, সম্মেলনে আলোচ্য বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন