আম আদমি পার্টি থেকে পদত্যাগের পরের দিনই বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলট। সোমবার কৈলাসের দলত্যাগ নিয়ে বেশি কিছু বললেন না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বরং সাংবাদিক সম্মেলনে তাঁর প্রসঙ্গ একটু এড়িয়েই যেতে চাইলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রবিবার অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান কৈলাস গেহলট। চিঠিতে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। কৈলাস গেহলট লেখেন, 'আমরা ৫ বছরের মধ্যে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছি। তাছাড়া এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। তাঁরা জানতে চাইছেন আদৌ আমরা দলটাকে সাধারণ মানুষের দল হিসেবে বিশ্বাস করি কিনা'।
দলত্যাগের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দিলেন কৈলাস। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, আমি কোনও চাপের মুখে দলবদলের সিদ্ধান্ত নিইনি। অনেকে বলছেন আমকে চাপ দেওয়া হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। কিন্তু কেউ আমাকে চাপ দেয়নি। নিজের ইচ্ছাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রথম থেকে আপের সাথে ছিলাম। ফলে দল ছাড়া সহজ কাজ ছিল না।
তিনি আরও বলেন, 'কেউ কেউ বলছেন সিবিআই আর ইডির হাত থেকে বাঁচতে আমি বিজেপিতে যোগদান করেছি। ২০১৫ সাল থেকে আপের একজন সদস্য হিসেবে, একজন বিধায়ক এবং একজন মন্ত্রী হিসেবে আমি কোনও কাজ চাপের জন্য করিনি'।
কৈলাস গেহলটের বিজেপিতে যোগদান প্রসঙ্গে আজ অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'তিনি মুক্ত। ফলে যেখানে তাঁর ইচ্ছা সেখানে যেতে পারেন'। আর এক আপ নেতা মণীশ সিসোদিয়া জানান, 'কৈলাসজি আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন। তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আপে ছিলেন। তাঁকে কেউ চাপ দেয়নি। ১০ বছর আপে চাপমুক্ত ভাবেই ছিলেন। বিজেপিতে যাওয়ার জন্য কেউ তাঁকে চাপ দেয়নি'।
প্রসঙ্গত, কৈলাস গেহলট অরবিন্দ কেজরিওয়ালের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দিল্লির আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের গ্রেফতারির পর দলের সাংগঠনিক হাল ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কৈলাস। অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পর দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে দিল্লির মুখ্যমন্ত্রী করা হয়েছে অতিশী মারলেনাকে। দলের এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি কৈলাস গেহলট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন