হিন্ডেনবার্গ কাণ্ডের মাঝেই BJP সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে আদানি-পুত্র, নিন্দায় সরব শিবসেনা

শিবসেনা নেতা আম্বাদাস দানভে জানিয়েছেন, 'আদানি গোষ্ঠী যখন দেশের অর্থনীতির ক্ষতি করছে, তখন কীভাবে রাজ্যে অর্থনৈতিক পরিষদে থাকতে পারে করণ আদানি?'
গৌতম আদানির ছেলে করণ আদানি
গৌতম আদানির ছেলে করণ আদানিফাইল ছবি
Published on

রাজ্যের নতুন অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC) সদস্য হিসাবে গৌতম আদানির (Goutam Adani) ছেলে করণ আদানি (Karan Adani) এবং মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানি (Ananta Ambani)-কে বেছে নিয়েছে মহারাষ্ট্র সরকার। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে শিবসেনা (উদ্ধব ঠাকরে)।

রাজ্যের বিরোধী দলনেতা আম্বাদাস দানভে (Ambadas Danve) জানিয়েছেন, 'আদানি গোষ্ঠী যখন দেশের অর্থনীতির ক্ষতি করছে, তখন কীভাবে রাজ্যে অর্থনৈতিক পরিষদে থাকতে পারে করণ আদানি? একটি আন্তর্জাতিক সংস্থা আদানির ব্যবসায় বড় অনিয়ম সামনে এনেছে। এবং দেশের ব্যাঙ্কগুলির কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।'

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'অজয় আশার ও করণ আদানিদের জন্য সরকার চালানো দরকার। কিন্তু, সেখানে EAC-তে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাঁদের হাতেই সরকারের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হচ্ছে। এতে স্পষ্ট সরকার কার জন্য কাজ করছে। মহারাষ্ট্রে এটি মেনে নেওয়া হবে না।'

আগামী ১৩ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে নতুন অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রথম সভা হবে। তার আগেই EAC-তে গৌতমের আদানির ছেলেকে জায়গা দেওয়ায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। জানা যাচ্ছে, করণ আদানি ছাড়াও একনাথ সিন্ধে ঘনিষ্ট ব্যবসায়ী অজয় আশারকে নিয়েও আপত্তি জানিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা।

প্রসঙ্গত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর সব সংস্থার শেয়ারে ধস নেমেছে। উত্তাল হয়েছে সংসদও। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি ও শেয়ারের দাম বৃদ্ধিতে কারচুপির অভিযোগের তদন্তের দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। যৌথ সংসদীয় কমিটি (JPC) বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্তের দাবিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in